Last Updated:
Bardhaman- বিরল প্রজাতির এই চার শিকারী পাখি পাচার করার সময় বর্ধমান আরপিএফ এর হাতে ধরা পড়ে। একজন ধরাও পরে।
বর্ধমান: বর্ধমান রেল স্টেশন থেকে উদ্ধার হওয়া চারটি শিকারি পাখিকে প্রকৃতির মাঝে ছেড়ে দেওয়া হল। বর্ধমানের রমনাবাগান অভয়ারণ্য থেকে মন্ত্রী স্বপন দেবনাথের উপস্থিতিতে পাখিগুলিকে ছেড়ে দেয় বন দফতর। পাখিগুলি উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দিয়েছিল আরপিএফ।
ম্যাজিস্ট্রেটের নির্দেশ ছিল, পাখিগুলিকে যেন স্বাস্থ্য পরীক্ষার পর প্রকৃতির বুকে ছেড়ে দেওয়া হয়। সেই নির্দেশ মেনেই এই চার পাখিকে খোলা আকাশে ছেড়ে দেওয়া হল। বর্ধমান রমনা বাগানে এই পাখি ছাড়ার জন্য রবিবার গিয়েছিলেন প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। উপস্থিত ছিলেন ডিভিশনাল ফরেস্ট অফিসার সঞ্চিতা শর্মা ও বন দপ্তরের অন্যান্য আধিকারিকরা। তাঁদের সকলের উপস্থিতিতেই এই পাখিগুলিকে প্রকৃতির মাঝে ছেড়ে দেওয়া হয়।
বিরল প্রজাতির এই চার শিকারী পাখি পাচার করার সময় বর্ধমান আরপিএফ এর হাতে ধরা পড়ে। একজন ধরাও পরে। এগুলি পেরিগ্রিন ফ্যালকন প্রজাতির চারটি পাখি। বন দপ্তরকে খবর দেওয়া হলে বর্ধমান রমনাবাগান থেকে আধিকারিকরা এসে পাখিগুলো সহ ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে যায়। ধৃত পাচারকারীর নাম মোহম্মদ সোনু। বাড়ি বিহারের পাটনার চিড়িয়া মহল্লায় বলে আরপিএফ সূত্রে জানা গেছে।
বন দপ্তরের এক আধিকারিক জানান, ’পাখিগুলোর চোখ ছোট কাপড় দিয়ে ঢেকে রাখা ছিলো। যাতে কোন কিছু দেখতে না পায় তারা। সাধারণত চোখে না দেখলে আওয়াজ করেনা পাখিরা। পাখিগুলোর মধ্যে একটি বাচ্চা পাখিও ছিল। বাকি গুলো মাঝ বয়সী। এদের ফরেস্টে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়। পর্যবেক্ষণে রাখার পর তাদের প্রকৃতিতে ছেড়ে দেওয়া ব্যাবস্থা করা হল।
আরও পড়ুন- ‘তোরা যা সিদ্ধান্ত নিবি সেটাই হবে’, হঠাত্ কী হল অনুব্রতর!
পেরিগ্রিন ফ্যালকন একটি বিরল প্রজাতির দ্রুতগতির শিকারী পাখি হিসেবেই পরিচিত। মরু প্রদেশ ছাড়া পৃথিবীর অনেক প্রদেশেই এদের দেখা পাওয়া যায়। এরা অনেক উঁচু জায়গায় বা গভীর জঙ্গলের উঁচু গাছে থাকে। পেরিগ্রিন ফ্যালকন তার শক্তিশালী শিকার করার ক্ষমতা, উচ্চ প্রশিক্ষণযোগ্যতা, বহুমুখীতার কারণে বিশ্বে পরিচিত পাখি।
এটি ছোট থেকে বড় পর্যন্ত বেশিরভাগই গেম বার্ড প্রজাতির পাখি। পেরিগ্রিন ফ্যালকন তার গতির জন্য বিখ্যাত। এটি ঘণ্টায় ৩২০ কিমি (২০০ মাইল) এর বেশি গতিতে পৌঁছাতে পারে তার বৈশিষ্ট্যযুক্ত শিকারের সময়। এই সহজাত প্রবৃত্তির কারণে এই গ্রহের দ্রুততম প্রাণী হিসাবে পরিণত করে এই পাখিকে।
Kolkata,West Bengal
December 15, 2024 11:54 PM IST