এঞ্জেলিক আঙ্গারনি ফাইলোপনের মিস ফ্রান্স মুকুট জয়

এঞ্জেলিক আঙ্গারনি ফাইলোপনের মিস ফ্রান্স মুকুট জয়

ঢাকাপ্রতিদিন বিনোদন ডেস্ক : চৌত্রিশ বছর বয়সী ফরাসি ক্যারেবিয় দ্বীপ মার্টিনিকের অধিবাসী ফ্লাইট এটেনডেন্ট এঞ্জেলিক আঙ্গারনি ফাইলোপন শনিবার এ বছরের মিস ফ্রান্সের মুকুট পরেছে।

বিজয়ের পর এঞ্জেলিক চব্বিশ উর্ধ্ব নারী, বিবাহিতা, এমনকি মা মেয়েদের মিস ফ্রান্স প্রতিযোগীয়তায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়ায় আয়োজক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।

এ প্রসঙ্গে আয়োজকেরা বলেছেন, সময়ের সাথে সাথে তারাও বদলে যাচ্ছেন।

মিস ফ্রান্স মুকুট পরার পর এঞ্জেলিক আঙ্গারনি ফাইলোপন বলেছেন, এই আমিই ২০১১ সালে মিস মার্টিনিকের প্রথম রানারর্সআপ হয়েছিলাম। সেই আমি এখন আপনাদের সামনে ক্যারেবিয়ান দ্বীপের প্রতিনিধিত্ব করছি।

চুড়ান্ত পর্বে ডাক্তার ও ডেন্টিস্টসহ ৩০ জন নারী অংশ নেয়। সাতারের পোশাক পরে প্যারেড করে।

এঞ্জেলিক আঙ্গারনি ফাইলোপন এখন মিস ফ্রান্স ফার্ম থেকে এ বছরের বেতনের সমান টাকা পাবেন; পাবেন প্যারিসে এপার্টমেন্টে থাকার সুযোগ। আরও নানাকিছু উপহার। ৩৫ বছর পর মিস নেদারল্যান্ডস প্রতিযোগিতা বাতিল হলে, গত শনিবার মিস ফ্রান্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ঢাকাপ্রতিদিন/এআর

Scroll to Top