এগিয়ে গিয়েও মালয়েশিয়ার সঙ্গে পারল না বাংলাদেশ | চ্যানেল আই অনলাইন

এগিয়ে গিয়েও মালয়েশিয়ার সঙ্গে পারল না বাংলাদেশ | চ্যানেল আই অনলাইন

হকির র‍্যাঙ্কিং বিবেচনায় বাংলাদেশের চেয়ে ১৭ ধাপ এগিয়ে মালয়েশিয়া। তাদের বিপক্ষে এশিয়া কাপে উদ্বোধনী ম্যাচে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। এক গোলে এগিয়ে গিয়ে শেষপর্যন্ত যদিও লিড ধরে রাখতে পারেনি লাল-সবুজের দল। হার নিয়ে মাঠ ছাড়তে হয় মশিউর রহমানের দলকে।

‎ভারতের রাজগিরে বিহার স্পোর্টস হকি স্টেডিয়ামে শুক্রবার সকালে মালয়েশিয়ায় কাছে ৪-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। লাল-সবুজদের একমাত্র গোলটি করেন আশরাফুল ইসলাম। ২০২২ এশিয়া কাপে মালয়েশিয়ায় কাছে ৮-১ গোলে হেরেছিল বাংলাদেশ। ২০১৮ এশিয়ান গেমসে একই প্রতিপক্ষের কাছে বাংলাদেশ হেরেছিল ৭-০ গোলে।

দুই গ্রুপে ভাগ হয়ে ৮ দল অংশ নিয়েছে এবারের আসরে। পুল ‘বি’তে বাংলাদেশের গ্রুপে আছে মালয়েশিয়া, সাউথ কোরিয়া এবং চাইনীজ তাইপে। বাংলাদেশের পরের ম্যাচ ৩০ আগস্ট। প্রতিপক্ষ চাইনীজ তাইপে। একদিন বিরতি দিয়ে গ্রুপপর্বের শেষ ম্যাচ ১ সেপ্টেম্বর, প্রতিপক্ষ আসরের বর্তমান চ্যাম্পিয়ন সাউথ কোরিয়া।

আসরের চ্যাম্পিয়ন দল ২০২৬ সালে নেদারল্যান্ডস ও বেলজিয়ামে হতে চলা ছেলেদের হকি বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে।

Scroll to Top