এখন থেকে যেখানে মব, সেখানেই গ্রেফতার : তথ্য উপদেষ্টা

এখন থেকে যেখানে মব, সেখানেই গ্রেফতার : তথ্য উপদেষ্টা

জুমবাংলা ডেস্ক : তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, গত সাত-আট মাসে যতগুলো মব হয়েছে সবগুলোর তথ্য সরকারের কাছে আছে। এখন থেকে যে যেখানে মব করবে তাকে সেখানেই গ্রেফতার করা হবে।

এখন থেকে যেখানে মব, সেখানেই গ্রেফতার : তথ্য উপদেষ্টাআজ আইন-শৃঙ্খলাবিষয়ক বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, দেশে যেই ঘটনা এখন চলছে এর সঙ্গে জড়িতরা যে ধর্ম, মত বা পথের হোক না কেন কেউ ছাড় পাবে না।

সরকার এত দিন বিষয়টি সহ্য করলেও আজ থেকে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে বলে জানান তথ্য উপদেষ্টা।

তিনি বলেন, মবসহ যেসব ঘটনাগুলো এখন চলছে তা যাতে মিডিয়ায় সঠিকভাবে উপস্থাপন করা হয় সে জন্য মিডিয়ার স্টেক হোল্ডারদের সঙ্গে শিগগিরই বৈঠক করা হবে।

মানুষের কাছে কোনোভাবেই ভুল সংবাদ প্রচার না হয় সে বিষয়ে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান এই উপদেষ্টা।

নারী হয়রানি ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

Scroll to Top