এখনও বকেয়া টাকা পাননি দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা – DesheBideshe

এখনও বকেয়া টাকা পাননি দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা – DesheBideshe


এখনও বকেয়া টাকা পাননি দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা – DesheBideshe

ঢাকা, ১০ ফেব্রুয়ারি – বিপিএলের পুরো আসর জুড়ে পারিশ্রমিক ইস্যুতে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল দুর্বার রাজশাহী। ক্রিকেটার ও স্টাফদের বকেয়া পারিশ্রমিক প্রদানে কয়েক দফা ডেটলাইন দিয়েও ব্যর্থ হয় দুর্বার রাজশাহীর মালিকপক্ষ। শেষমেশ দেশ ছেড়ে পালানোর গুঞ্জনও উঠেছিল রাজশাহীর মালিক শফিকুর রহমানের। যে কারণে হস্তক্ষেপ করতে বাধ্য হয় সরকার।

গত ৩ ফেব্রুয়ারি ফ্র্যাঞ্চাইজিটির মালিক শফিকুর রহমানকে আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। তাতে দোষ স্বীকার করে নির্ধারিত ডেডলাইনে ক্রিকেটারদের সকল পাওনা বুঝিয়ে দেয়ার আশ্বাস দেন তিনি। ক্রীড়া মন্ত্রণালয় তখন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, দুর্বার রাজশাহীর ক্রিকেটার ও কোচিং স্টাফের সম্মানী ১০ ফেব্রুয়ারির মধ্যে পরিশোধ করতে হবে।

ডিবির কাছে লিখিত প্রতিশ্রুতি দেওয়ার পর ক্রিকেটারদের সম্মানীর দ্বিতীয় ২৫ শতাংশ পরিশোধ করেন তিনি। অর্থাৎ অনেক জল ঘোলা হওয়ার পর তাসকিন আহমেদদের চুক্তির ৫০ শতাংশ টাকা দিয়েছিল ফ্র্যাঞ্চাইজি। কথা ছিল ৭ ও ১০ ফেব্রুয়ারি বাকি ৫০ শতাংশ টাকা দেওয়া হবে। সরকারের বেঁধে দেওয়া সময়ের শেষ দিন ছিল আজ। কিন্তু আজও রাজশাহীর মালিকের কাছ থেকে আর কোনো টানা পাননি ক্রিকেটাররা। এনামুল হক বিজয়রা টাকা না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে বিস্তারিত জানতে চেয়ে রাজশাহীর মালিক শফিকুর রহমানকে ফোন করে পাওয়া যায়নি। বিসিবি থেকেও কোনো ধরনের মন্তব্য করতে রাজি হয়নি।

সূত্র:সমকাল
এনএন/ ১০ ফেব্রুয়ারি ২০২৫



Scroll to Top