এখনই মেসির ‘১০’ পাচ্ছেন ইয়ামাল? | চ্যানেল আই অনলাইন

এখনই মেসির ‘১০’ পাচ্ছেন ইয়ামাল? | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

স্প্যানিশ ক্লাব বার্সেলোনার বিস্ময়বালক লামিন ইয়ামাল দুর্দান্ত সময় পার করছেন। তরুণ তারকা রোববার মজেছেন ১৮ বর্ষে পদার্পণের উৎসবে। তার খেলার ধরন ও প্রতিভার তুলনা করা হয় বার্সেলোনার কিংবদন্তি সাবেক লিওনেল মেসির সাথে। আইকনিক ১০ নম্বর জার্সিতে বার্সেলোনায় মেসি খেলেছেন ১৬ মৌসুম।

মেসি ক্লাব ছাড়ার পর জার্সিটি গায়ে জড়ান আনসু ফাতি। কিন্তু ১০ নম্বর জার্সির ভার ধরে রাখতে পারেননি চোটের কবলে পড়ে। ফাতি ধারে যাচ্ছেন ফ্রান্সের ক্লাব মোনাকোতে। তাই আবারও তুলে রাখা হয়েছে আইকনিক জার্সিটি।

বার্সেলোনার সাথে ২০৩১ পর্যন্ত চুক্তি সেরে ফেলেছেন লামিন ইয়ামাল। আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসি ও লামিন বার্সেলোনার একাডেমি লা মাসিয়া থেকে আসা।

১৯ নম্বর জার্সিতে মাঠ কাঁপাচ্ছেন বিস্ময়বালক লামিন। তরুণ বয়সে মেসিকেও দেখা গিয়েছিল একই নম্বরের জার্সিতে। লামিন যেন মেসিকেই অনুসরণ করছেন।

ক্লাব এখনও কিছু জানায়নি ১০ নম্বর জার্সি হবে কার। ফাতি এখনও বার্সেলোনায় আছেন, চলে গেলে পরে বার্সার হয়ে ৪১ ম্যাচ খেলা ইয়ামাল জার্সিটি গায়ে জড়াবেন বলে খবর।

মেসি ছাড়াও বার্সার আইকনিক ১০ নম্বর জার্সি আগে গায়ে জড়িয়েছেন প্রয়াত কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা, রোনালদিনহো, রিভালদো, হুয়ান রিকেলমে ও রোমারিওর মতো কিংবদন্তিরা।

Scroll to Top