এক সেশন অবিচ্ছিন্ন থেকে বিরতিতে উইলিয়ামস-ওয়েলচ | চ্যানেল আই অনলাইন

এক সেশন অবিচ্ছিন্ন থেকে বিরতিতে উইলিয়ামস-ওয়েলচ | চ্যানেল আই অনলাইন

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় শেষ টেস্টের প্রথম সেশনে দুই উইকেট তুলেছিল বাংলাদেশ। দ্বিতীয় সেশনে আর কোনো সাফল্যের দেখা পায়নি নাজমুল হোসেন শান্তর দল। নিক ওয়েলচ ও শন উইলিয়ামস অবিচ্ছিন্ন থেকে পার করেন এই সেশন।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। চা বিরতি আগে ২ উইকেটে ১৬১ রান তুলেছে রোডেশিয়ানরা। নিক ওয়েলচ ৫৪ রানে এবং শন উইলিয়ামস ৫৫ রানে ব্যাট করছেন।

প্রথম সেশন শেষে ২৮ ওভার ব্যাট করে ২ উইকেটে ৮৯ রান তোলে জিম্বাবুয়ে। নিক ওয়েলচ ৩২ রানে এবং শন উইলিয়ামস ৬ রানে শেষ করেছিলেন। মধাহ্ন বিরতির পর নেমে আরও ২৮ ওভার ব্যাট করেছেন দুজনে। যোগ করেন আরও ৭২ রান। ফিফটি করেছেন দুজনেই। ওয়েলচ ১০৭ বলে ফিফটি করার পর উইলিয়ামস ১১৪ বলে পঞ্চাশ পার করেন। এখন পর্যন্ত ২২৭ বল মোকাবেলা করে ৮৯ রানের জুটি গড়েছেন দুজনে।

এর আগে সকালে প্রথম সাফল্য পেতে বাংলাদেশের অপেক্ষা করতে হয় নবম ওভার পর্যন্ত। ৮.২ ওভারে দলীয় ৪১ রানে ব্রায়ান বেনেটকে ফেরান বাংলাদেশের ১০৭তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হওয়া তানজিম সাকিব। বেনেট ৩৩ বলে ২১ রান করেন।

১৯তম ওভারে দ্বিতীয় সাফল্য পায় বাংলাদেশ। দলীয় ৭২ রানে বেন কারেনকে বোল্ড করেন তাইজুল ইসলাম। কারেন ৫০ বলে ২১ রান করেন। পরে শন উইলিয়ামসকে নিয়ে প্রথম সেশন পার করেন নিক ওয়েলচ।

Scroll to Top