এক ম্যাচে দুই মাঠ, শান্তির হ্যাটট্রিক, ভুটানের বিপক্ষে বড় জয় বাংলাদেশের | চ্যানেল আই অনলাইন

এক ম্যাচে দুই মাঠ, শান্তির হ্যাটট্রিক, ভুটানের বিপক্ষে বড় জয় বাংলাদেশের | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে অদ্ভূত ঘটনা ঘটেছে। বাংলাদেশ ও ভুটানের নিজেদের তৃতীয় একই ম্যাচে দুবার মাঠ বদলের ঘটনা ঘটেছে। ম্যাচের ছন্দপতন হলেও নিজেদের আধিপত্য ধরে রেখে জয় তুলে নিয়েছে আফঈদা খন্দকারের দল। ভুটানের বিপক্ষে তারা জিতেছে ৪-১ গোলের বিশাল ব্যবধানে। হ্যাটট্রিক করেছেন ফরোয়ার্ড শান্তি মার্ডি। টানা তিন জয়ে ৯ পয়েন্টে টেবিলের শীর্ষেই থাকল বাংলাদেশ।

বাংলাদেশ ১-০ গোলে এগিয়ে থাকার ম্যাচে বিরতির পর খেলা বাতিল হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল। বিরতির পর বাংলাদেশ ও ভুটানের খেলোয়াড়েরা আবারও মাঠে নামার জন্য প্রস্তুত ছিলেন। তবে এ সময় ম্যাচ কমিশনার আনসার আসিফ তাদের মাঠে নামতে মানা করেন। মাঠ খেলার অনুপযোগী হওয়ায় এ সিদ্ধান্ত নেন তিনি।

পরে দারুণ এক সিদ্ধান্ত নিয়ে কিংস অ্যারেনার অনুশীলন টার্ফ মাঠটি বেছে নেয় আয়োজকেরা। কিংস অ্যারেনার অনুশীলন মাঠটি টার্ফের তৈরি, যেখানে পানি জমার আশঙ্কা নেই। সেখানেই অস্ট্রেলিয়ার মতো বড় দলও এর আগে অনুশীলন করেছে। এই টার্ফের সুবিধার কারণেই দ্রুত বিকল্প হিসেবে সেটি বেছে নেওয়া হয়।

ম্যাচ শুরুর আগেই আভাস মিলে তুমুল বৃষ্টির। মাঠে বল গড়ানোর সঙ্গে সঙ্গে শুরু হয় বৃষ্টিও। নেপালের বিপক্ষে জয় পাওয়া দলে নয় পরিবর্তন নিয়ে একাদশ সাজান ইংলিশ কোচ পিটার জেমস বাটলার। ভুটানের মেয়েদের শুরু থেকেই চাপে রাখে বাংলাদেশ। বৃষ্টির পানি জমে ধীরগতির মাঠে লাল-সবুজদের সফলতা আসে সপ্তম মিনিটে। বক্সের ভেতরে শ্রীমতি তৃষ্ণা রাণীর শট কোনো রকমে থামালেও গ্লাভসবন্দী করতে পারেননি ভুটানের গোলরক্ষক পেমা। তাতে বল যায় শান্তি মার্ডির কাছে। সেখানে খানিকটা উঁচিয়ে নেয়া শটে লক্ষ্যভেদ করেন শান্তি। তাতে ১-০তে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর আর কোনো দল গোলের দেখা পায়নি, ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

মাঠ বদল করে কিংস অ্যারেনার টার্ফ গ্রাউন্ডে খেলা শুরুর পর ৫২ মিনিটে সমতায় আসে ভুটান। ভুটানকে সমতায় আনেন স্যাংগাই ওয়াংমো। এরপর শুরু হয় বাংলাদেশ শো।
৫৭ মিনিটে শান্তি মার্ডি করেন বাংলাদেশ ও নিজের দ্বিতীয় গোল। ৭৮ মিনিটে এ ফরোয়ার্ড হ্যাটট্রিক পূরণ করার আগে ৭৫ মিনিটে মুনকি আক্তার বাংলাদেশের তৃতীয় গোল করেন। এরপর আর কোনো গোল দিতে পারেনি বাংলাদেশ, জয় আসে ওই ৪-১ ব্যবধানে। এ নিয়ে টানা তৃতীয় জয় পেল বাংলাদেশ।

এ ম্যাচে দলের নেতৃত্বে ছিলেন সুরমা জান্নাত। আসরের নিয়মিত অধিনায়ক আফঈদা খন্দকারকে রাখা হয়েছে বিশ্রামে। আগের দুই ম্যাচে গোলরক্ষকের দায়িত্ব পালন করা স্বর্ণা রাণী মন্ডলও আছেন বিশ্রামে। তার জায়গায় একাদশে এসেছেন মিলি আক্তার। ‎‎নেপাল ম্যাচে লাল কার্ড দেখায় এ ম্যাচে নেই টুর্নামেন্টে ৪ গোল করা মোসাম্মত সাগরিকা।

পাঁচটি দেশ টুর্নামেন্টে অংশ নেয়ার কথা থাকলেও শেষপর্যন্ত ভারত নাম প্রত্যাহার করে। বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান- এই চার দেশ নিয়ে শুরু হয়েছে সাফের আসর। টুর্নামেন্টের ফরম্যাটেও এসেছে পরিবর্তন। চার দল রাউন্ড রবীন লিগ পদ্ধতিতে একে অন্যের সঙ্গে দুবার করে খেলবে। একটি দল ছয়টি করে ম্যাচ পাবে। শীর্ষ পয়েন্টধারী দলের হাতে উঠবে কাঙ্ক্ষিত ট্রফি।

বাংলাদেশের পরের ম্যাচ ১৭ জুলাই ভুটাবের বিপক্ষেই। ১৯ জুলাই আবার লঙ্কানদের মুখোমুখি হবেন স্বপ্না-সাগরিকারা। ২১ জুলাই নিজেদের শেষ ম্যাচে নেপালকে মোকাবিলা করবে বাংলাদেশ।

Scroll to Top