একই দিনে নতুন তিন ছবিতে চুক্তিবদ্ধ হলেন সময়ের আলোচিত অভিনেতা রাশেদ মামুন অপু।
নিজের ফেসবুকে তিনটি ছবি প্রকাশ করে এই তথ্য জানান অপু। তিনি বলেন , ‘১ দিনে ৩ টি সিনেমার সঙ্গে যুক্ত হলাম।
আলহামদুলিল্লাহ।’
জাকির হোসেন রাজুর ‘চাদর’, বন্ধন বিশ্বাসের ‘লাল শাড়ি’ এবং চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’ এই ছবিগুলোর শুটিং শিগগিরই শুরু করতে যাচ্ছেন এই অভিনেতা।
২০১২ সালের কমন জেন্ডার চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্র শিল্পে অভিষেক ঘটে। ওয়েব ফিল্ম জানোয়ার দিয়ে তিনি আলোচনায় আসেন। ২০২০ সালে শাকিব খানের সঙ্গে নবাব এলএলবি চলচ্চিত্রটি দিয়েও নজর কারেন তিনি। এরপর ‘কসাই’, ‘মুখোশ’, ‘দামাল’, ‘গাংচিল’, ‘বর্ডার’, ‘মুক্তি’, ‘যাও পাখি বল তারে’ ছবিগুলোতেও তিনি ছিলেন সরবে। সর্বশেষ অপু অভিনীত ‘পরাণ’ ছবিটি মুক্তি পায়।