এক দশক পর ওআইসি’র সদস্যপদ ফিরে পেল সিরিয়া – DesheBideshe

এক দশক পর ওআইসি’র সদস্যপদ ফিরে পেল সিরিয়া – DesheBideshe


এক দশক পর ওআইসি’র সদস্যপদ ফিরে পেল সিরিয়া – DesheBideshe

দামেস্ক, ১০ মার্চ – দীর্ঘ ১৩ বছর পর ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) সিরিয়ার সদস্যপদ ফিরে দিয়েছে। শুক্রবার জেদ্দায় সংস্থাটির সদরদপ্তরে অনুষ্ঠিত পররাষ্ট্রমন্ত্রী পরিষদের (সিএফএম) ২০তম জরুরি অধিবেশনে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

ওআইসির মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা এ সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক’ উল্লেখ করে স্বাগত জানান। তিনি বলেন, ‘এটি সিরিয়ার জনগণের জন্য এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। দেশটির রাজনৈতিক উত্তরণ, আঞ্চলিক অখণ্ডতা এবং আন্তর্জাতিক পর্যায়ে মর্যাদা পুনরুদ্ধারে এই সিদ্ধান্ত সহায়ক হবে।’

২০১২ সালে সিরিয়ায় তৎকালীন সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর সহিংস দমন-পীড়নের কারণে দেশটির সদস্যপদ স্থগিত করা হয়েছিল। আসাদ সরকারের পতন এবং সাবেক বিদ্রোহী গোষ্ঠীর ক্ষমতায় আসার পর আন্তর্জাতিক সম্প্রদায় দেশটির নতুন প্রশাসনকে স্বীকৃতি দিতে শুরু করেছে।

ওআইসি জানায়, সিরিয়ার জনগণকে সহায়তা এবং ইসলামি সংহতি জোরদারে সংস্থাটি পূর্ণ সহযোগিতা দেবে।

এ ছাড়া সভায় ফিলিস্তিন সংকট নিয়েও আলোচনা হয়। ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ইসরাইলি বাহিনী প্রত্যাহারের আহ্বান জানিয়ে ওআইসি সদস্যরা ইসরাইলি আগ্রাসনের নিন্দা জানান।

সূত্র: কালবেলা
আইএ/ ১০ মার্চ ২০২৫



Scroll to Top