এক একটি বেডে ৩ জন রোগী! চিকিৎসার নামে চলছে… বিধায়কের ঘোষণার পরও এই হাসপাতালে অনিয়ম অব্যাহত

এক একটি বেডে ৩ জন রোগী! চিকিৎসার নামে চলছে… বিধায়কের ঘোষণার পরও এই হাসপাতালে অনিয়ম অব্যাহত

Last Updated:

হাবরা হাসপাতালে মাত্র ২৯টি বেড আর চিকিৎসাধীন প্রায় একশো কুড়ি জন মা ও শিশু!

+

এক একটি বেডে ৩ জন রোগী! চিকিৎসার নামে চলছে… বিধায়কের ঘোষণার পরও এই হাসপাতালে অনিয়ম অব্যাহত

হাবরা হাসপাতাল

হাবরা, উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: ফের প্রশ্নের মুখে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা! হাবরা হাসপাতালে মাত্র ২৯টি বেড আর চিকিৎসাধীন প্রায় একশো কুড়ি জন মা ও শিশু! ফলে এক একটি বেডে দুই থেকে তিনজন শিশু ও তাদের মায়েদের রাখা হচ্ছে বলেই অভিযোগ। এই ভয়াবহ পরিস্থিতি ঘিরে চরম ভোগান্তির মুখে পড়েছেন রোগী ও রোগীর পরিজনেরা।

এদিন আড়াই বছরের এক সন্তানকে ভর্তি করাতে এসে এমনই সমস্যার মুখোমুখি হলেন এক মা। তাঁর অভিযোগ, এই গরমে একটি বেডে তিনজনকে রাখা হলে চিকিৎসা নিতে এসে রোগী আরও অসুস্থ হয়ে পড়বে। তিনি এই নিয়ে হাসপাতালের সুপারের কাছে লিখিত অভিযোগ জানান। পাশাপাশি তিনি হাবরা থানায় অভিযোগ জানাতে গেলে, পুলিশ তাঁকে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেই যোগাযোগ করতে বলেন।

আরও পড়ুনঃ বাঁধানো নেই পুকুর পাড়, অকালে নাবালকের মর্মান্তিক পরিণতি! পৌরমাতার ‘দোষে’ কি তবে এমন ঘটনা!

হাসপাতালের ওয়ার্ডমাস্টারও ক্যামেরার সামনে স্বীকার করেছেন, শিশু বিভাগে মাত্র ২৯টি বেড রয়েছে। কিন্তু রোগীর চাপ এতটাই বেশি যে এক একটি বেডে দু’জন শিশু ও তাদের মায়েদের রাখা হচ্ছে। এ প্রসঙ্গে হাবরা পৌরসভার চেয়ারম্যান নারায়ণ সাহা জানান, শিশুটির মা তাঁকেও ফোন করেছিলেন। কিন্তু হাবরা হাসপাতালে বেড ধারণক্ষমতার তুলনায় রোগীর চাপ সব সময় বেশি থাকে। শুধু হাবরা নয়, আশপাশের এলাকা থেকেও বহু রোগী এখানে আসেন। তবে খুব শীঘ্রই হাসপাতালের নতুন ভবন চালু হবে। সেখানে প্রায় ১০০টি নতুন বেড থাকছে। তারপর আর এই সমস্যা থাকবে না।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

জেলায় জল জমার কারণে অন্যান্য রোগের পাশাপাশি জ্বর নিয়ে প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছেন বহু রোগী। এমন পরিস্থিতিতে এই বেডের ঘাটতি  চিকিৎসা পরিষেবায় কতটা আতঙ্ক সৃষ্টি করে এখন সেটাই দেখার।

Scroll to Top