একুশে বইমেলা: বাতিঘর প্রকাশনীসহ ৫ প্রতিষ্ঠানকে শোকজ

একুশে বইমেলা: বাতিঘর প্রকাশনীসহ ৫ প্রতিষ্ঠানকে শোকজ

একুশে বইমেলা: বাতিঘর প্রকাশনীসহ ৫ প্রতিষ্ঠানকে শোকজ

ছবি: সংগৃহীত

গ্রন্থমেলার নীতিমালা লঙ্ঘন করায় বাতিঘর প্রকাশনীসহ ৫টি প্রকাশনী প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। জানা গেছে, সব বইয়ে একই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার (আইএসবিএন), গাইড বই, কপিরাইট আইন এর ব্যত্যয় ঘটায় অমর একুশে গ্রন্থমেলার পরিচালনা কমিটি এই নোটিশ দিয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) এক বিবৃতির মাধ্যমে তাদেরকে শোকজ করা হয়। আগামী ৩ দিনের মধ্যে অভিযুক্তদের কাছে শোকজের উত্তর জানতে চাওয়া হয়েছে।

বাতিঘর প্রকাশনী ছাড়া নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত বাকি প্রতিষ্ঠানগুলো হলো– গাজী প্রকাশন, বঙ্গজ প্রকাশন, কুঁড়েঘর প্রকাশনী লিঃ ও তৃপ্তি প্রকাশ কুঠির।

এদিকে বইমেলায় প্রতিনিয়ত আসছে নতুন নতুন বই। প্রাণের মেলায় ঘুরে ঘুরে বই দেখার পাশাপাশি কিনছেন পাঠকরা। মেলার সময় যতই গড়াচ্ছে বই কেনার সংখ্যাও বাড়ছে।

বিকেল গড়াতেই সব বয়সী পাঠকের মিলনমেলায় পরিণত হয় সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণ। সংশ্লিষ্টদের প্রত্যাশা, সামনের দিনগুলোতে বই বিক্রি আরও বাড়বে। এ বিষয়ে বিভিন্ন প্রকাশক জানান, গল্প আর উপন্যাসের বইয়ের প্রতিই বেশি আগ্রহ দেখা গেছে মেলায় আগতদের।

/এমএইচ

Scroll to Top