‘একমাত্র আপনিই সব সময় পাশে ছিলেন’ মাহমুদউল্লাহকে ধন্যবাদ মুশফিকের

‘একমাত্র আপনিই সব সময় পাশে ছিলেন’  
 মাহমুদউল্লাহকে ধন্যবাদ মুশফিকের

ফেসবুকে দেওয়া বার্তায় মুশফিককে অভিনন্দন জানিয়ে তামিম লিখেছেন—

‘১৫ বছর ২৭৭ দিনের টি–টোয়েন্টি ক্যারিয়ার কোনো ফ্লুক নয়। বছরের পর বছর তোকে খুব কাছ থেকে দেখেছি। পরিসংখ্যান সবসময় সবটুকু ফুটিয়ে তুলতে পারে না। কিন্তু তোর নিবেদন, প্যাশন, পরিশ্রম ও ভালোবাসা দেখেছি। তোর প্রচেষ্টা ও ঘাম ঝরানো দেখেছি। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে তোর যা কিছু অর্জন ও প্রাপ্তি, সবকিছুর জন্য অভিনন্দন আরও একবার।’

মুশফিককে বন্ধু উল্লেখ করে ওয়ানডে অধিনায়ক তামিম আরও লিখেছেন, ‘টেস্ট ও ওয়ানডেতে এখনও অনেক বড় ভূমিকা আছে তোর, দলকে দেওয়ার আছে আরও অনেক কিছু। আমি নিশ্চিত, তুই পারবি বন্ধু!’

Scroll to Top