একনেকে উঠছে চার হাজার কোটি টাকার ‘স্কুল ফিডিং প্রকল্প’ | চ্যানেল আই অনলাইন

একনেকে উঠছে চার হাজার কোটি টাকার ‘স্কুল ফিডিং প্রকল্প’ | চ্যানেল আই অনলাইন

আগামী একনেক বৈঠকে সাড়ে চার হাজার কোটি টাকার ‘স্কুল ফিডিং প্রকল্প’ ওঠার সম্ভাবনা রয়েছে। এতে সব প্রাথমিক বিদ্যালয়ে দুপুর বেলা গরম খাবারের কর্মসূচিতে সরকারের ব্যয় ধরা হয়েছে প্রায় চার হাজার তিনশ কোটি টাকা।

রোববার ৩ মার্চ বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গণসাক্ষরতা অভিযান আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এমন তথ্য দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী।

তিনি বলেন, এই কর্মসূচি ঝরে পড়া রোধ, এনরোলমেন্ট ও শিশুর পুষ্টি চাহিদা পূরণে কার্যকর ভূমিকা পালন করবে।

প্রতিমন্ত্রী বলেন, দেশের আর্থিক সামর্থ্য বৃদ্ধি পেয়েছে। এই কারণে এই মুহূর্তে শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ বাড়ানো প্রয়োজন। বিষয়টি আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

Reneta April 2023

তিনি বলেন, লার্নিং লস পূরণে মন্ত্রণালয়ের কার্যক্রম দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে। মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে পাঠ্যক্রমকে ঢেলে সাজানোর পাশাপাশি শিক্ষকদের প্রশিক্ষণ মডিউল সময়োপযোগী করা হয়েছে।

গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ড. উত্তম কুমার দাস, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক শফিউল আজমসহ অন্যরা বক্তব্য দেন।

Scroll to Top