এশিয়ান কাপের বাছাইয়ে বাংলাদেশের প্রাথমিক দলে ডাক পেয়েছিলেন ইতাল প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম। সৌদি আরবে অনুশীলন ক্যাম্পেও ছিলেন। পরে বাদ পড়ে চলে যান ইতালিতে। সেটি নিয়ে জলঘোলা হচ্ছে। এমন সময় ইতালির চতুর্থ সারির লিগের ক্লাব ওলবিয়া ক্যালসিও এফসিতে খেলা ফরোয়ার্ড ফেসবুকে লিখলেন। লিখেছেন, আগামীতে লাল-সবুজ জার্সিতে খেলবেন।
বৃহস্পতিবার ফেসবুক পোস্টে আশার কথা শোনান ১৮ বর্ষী ফুটবলার। সঙ্গে বাংলাদেশের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
‘আমি ফাহমিদুল ইসলাম, বাংলাদেশের সকল মানুষের ভালোবাসা, সমর্থন ও উৎসাহের জন্য সত্যিই আমি কৃতজ্ঞ। আমার প্রতি আপনাদের অটল বিশ্বাস আমার যাত্রাপথে বড় ছাপ ফেলেছে এবং যারা আমার পাশে দাঁড়িয়েছেন, তাদের সবাইকে মনের গভীর থেকে ধন্যবাদ জানাই।’
বাংলাদেশ দলে খেলার স্বপ্নের কথা জানিয়ে ফাহমিদুল লেখেন, ‘বাংলাদেশ ফুটবল দলে খেলার জন্য প্রস্তুত হচ্ছিলাম আমি। কিন্তু দুর্ভাগ্যবশত এবার সবকিছু পরিকল্পনা মতো এগোয়নি। তবে আমি বিশ্বাস করি, যা হয় সেটা কোনো না কোনো কারণেই হয় এবং আমার পথচলা কোনভাবেই শেষ হয়ে যায়নি। সৃষ্টিকর্তা যদি চান, একদিন আমি লাল-সবুজের জার্সি পরে মাঠে নামব, দেশ ও সমর্থকদের জন্য আমার সবকিছু উজাড় করে দেব। ততদিন পর্যন্ত, সেই স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টা চালিয়ে যাব।’
এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ ২৫ মার্চ। ম্যাচ খেলতে বুধবার শিলংয়ে পৌঁছেছে বাংলাদেশ দল।