একদিনে ১৪ জনের করোনা শনাক্ত | চ্যানেল আই অনলাইন

একদিনে ১৪ জনের করোনা শনাক্ত | চ্যানেল আই অনলাইন

দেশে গত ২৪ ঘণ্টায় ১৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪ দশমিক ৯৮ শতাংশ। তবে এই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৮১টি নমুনা পরীক্ষায় ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ঢাকা জেলায় (মহানগরসহ) ৫ জন, চট্টগ্রাম জেলায় ৫ জন, রাজশাহী জেলায় ৩ জন ও ময়মনসিংহ জেলায় একজনের এই ভাইরাসটি শনাক্ত হয়েছে।

চলতি বছরে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ২৫ জনের মৃত্যু হয়েছে। আর শনাক্ত হয়েছে ৬৭২ জনের। মারা যাওয়াদের মধ্যে নারীর সংখ্যা বেশি।

সবশেষ গত মঙ্গলবার এই ভাইরাসটিতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়।

Scroll to Top