এই খবরটি পডকাস্টে শুনুনঃ
হতশ্রী ব্যাটিংয়ে চট্টগ্রাম টেস্টে বড় পরাজয় দেখেছে বাংলাদেশ। একদিনে দুবার অলআউট হয়ে সাউথ আফ্রিকার কাছে ইনিংস ও ২৭৩ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সঙ্গে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে নাজমুল হোসেন শান্ত’র দল।
৬ উইকেটে ৫৭৫ রান তুলে দ্বিতীয় দিনে ইনিংস ঘোষণা করেছিল প্রোটিয়ারা। জবাবে ৪ উইকেট ৩৮ রানে দ্বিতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ। তৃতীয় দিনে মধ্যাহ্ন বিরতির পরপর ১৫৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ফলো-অন এড়াতে না পারায় ৪১৬ রান সামনে রেখে দ্বিতীয় ইনিংসে ব্যাটে নামে শান্তবাহিনী।
দ্বিতীয় ইনিংসেও ব্যাটে ব্যর্থ টাইগাররা। ধারাবাহিকভাবে উইকেট পতনের মিছিলে দুঅঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন কেবল চার ব্যাটার। সর্বোচ্চ ৩৮ রান এসেছে দশে নামা হাসান মাহমুদের ব্যাট থেকে। অধিনায়ক শান্ত করেন ৩৬ রান। অভিষিক্ত মাহিদুল ইসলাম অঙ্কন ২৯ রান করেন। মাহমুদুল হাসান জয়ের ব্যাট থেকে আসে ১১ রান।
কেশভ মহরাজ ৫৯ রান খরচায় ৫ উইকেট নেন। সেনুরান মুথুস্যামি ৪৫ রান খরচায় নেন ৪ উইকেট।
এরআগে টসে জিতে ব্যাটে নেমে ৬ উইকেটে ৫৭৫ রান তুলে ইনিংস ঘোষণা করে সাউথ আফ্রিকা। সেঞ্চুরি করেন তিনজন- টনি ডি জর্জি ১৭৭, ত্রিস্তান স্টাবস ১০৬ এবং উইয়ান মুল্ডার অপরাজিত ১০৫ রান করেন। ডেভিড বেডিংহাম ৫৯ এবং সেনুরান মুথুস্যামি ৭০ রানে অপরাজিত থাকেন।
১৯৮ রান খরচায় তাইজুল ৫ উইকেট নেন। নাহিদ রানা নেন ১ উইকেট।
জবাবে নেমে বাংলাদেশ থামে ১৫৯ রানে। সর্বোচ্চ ৮২ রান আসে মুমিনুল হকের ব্যাট থেকে। তাইজুল ইসলাম করেন ৩০ রান।
কাগিসো রাবাদা ৩৭ রানে ৫ উইকেট, ড্যান প্যাটারসন ৩১ ওভারে ২ এবং কেশভ মহারাজ ৫৭ রানে ২ উইকেট নেন।