একদিনের ব্যবধানে আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা নর্থ কোরিয়ার

একদিনের ব্যবধানে আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা নর্থ কোরিয়ার

একদিনের ব্যবধানে সাবমেরিন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে নর্থ কোরিয়া। বিষয়টি নিশ্চিত করেছে সাউথ কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম।

ক্ষেপণাস্ত্রটি ৬০ কিলোমিটার উচ্চতা নিয়ে সাড়ে ৪শ’ কিলোমিটার পর্যন্ত ভ্রমণ করেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নর্থ কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ জানায়, ক্ষেপণাস্ত্রটিতে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর আগে ২০১৬ সালেও একই সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছিল পিয়ংইয়ং।

আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও গত কয়েক সপ্তাহে দূরপাল্লার হাইপারসনিক এবং বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় নর্থ কোরিয়া।

এরআগে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পরমাণু অস্ত্রের পরীক্ষা চালানোর বিরুদ্ধে নর্থ কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘ।

Scroll to Top