এক ট্রেনে ভ্রমণ করা যাবে ইউরোপের পাঁচটি দেশ-স্পেন, প্যারিস, মিলন, বার্লিন ও লিসবন। ইউরোপের প্রধান জনপ্রিয় শহরগুলোকে একটি নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত করার জন্যই এই ট্রেন সার্ভিস চালু করার কথা জানিয়েছেন স্পেনের রাষ্ট্রায়ত্ত রেলওয়ে কোম্পানি রেনি।
রেনি ঘণ্টায় ৩৩০ কিলোমিটার উচ্চ গতির ট্রেন তৈরিতে সক্ষম হয়েছে। এটি অন্তঃসীমান্ত ভ্রমণের জন্য প্রস্তাবিত ডিজাইনের উপর তৈরি করা হয়েছে, চলাচলের জন্য বেছে নেয়া হয়েছে রাতকে।
সাধারণত উচ্চ গতিসম্পন্ন ট্রেনগুলো দিনে চলাচল করে না। যেহেতু এই ট্রেনটির মাধ্যমে পাঁচটি দেশ একসাথে ভ্রমণ করা যাবে, আর এটি উচ্চ গতিসম্পন্ন ট্রেন। এজন্য এটিকে রাতের ট্রেন হিসেবে ধরা হয়েছে।
এই ট্রেনের ক্ষমতা হলো- এক দেশের সীমান্ত অতিক্রম করার সাথে সাথে, অন্য দেশের রাস্তার প্রস্থ এবং বিদ্যুৎ ব্যবস্থার সাথে সয়ংক্রিয়ভাবে সংযুক্ত হয়ে চলাচলের সক্ষমতা অর্জন।
আন্তঃসীমান্ত ট্রেন পরিষেবার প্রয়োজনীয়তা জরুরি হয়ে উঠেছে বলে মনে করছে অধিকাংশ পর্যটক। কারণ হিসেবে তারা বলছেন, দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে ইউরোপের এই পাঁচটি দেশ। বিমানবন্দরে দীর্ঘ লাইন, দীর্ঘ সময় চেক ইন, সময় মতো ফ্লাইট না পাওয়া ইত্যাদি কারণে এই ট্রেন পরিষেবা চালু করা অপরিহার্য হয়ে উঠছে।
রেনি কর্তৃপক্ষ জানিয়েছে- যাত্রীদের জন্য স্লিপার কেবিনসহ খাবার সুবিধা থাকছে। এছাড়াও থিয়েটারের ব্যবস্থা ও গেমিং এর জন্য ব্যবস্থা করা হয়েছে।