একজনের নামে সর্বোচ্চ ১০ সিমের অনুমোদন, ১৫ আগস্ট থেকে কার্যকর – DesheBideshe

একজনের নামে সর্বোচ্চ ১০ সিমের অনুমোদন, ১৫ আগস্ট থেকে কার্যকর – DesheBideshe



একজনের নামে সর্বোচ্চ ১০ সিমের অনুমোদন, ১৫ আগস্ট থেকে কার্যকর – DesheBideshe

ঢাকা, ০৯ জুলাই – একজন গ্রাহক সর্বোচ্চ ১০টি মোবাইল সিম ব্যবহার করতে পারবেন—এমন নিয়ম চালু করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ১৫ আগস্ট ২০২৫ থেকে নতুন এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে কমিশন।

গত ৩০ জুন কমিশনের নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিটিআরসি জানিয়েছে, ১৫ জুলাইয়ের মধ্যে মোবাইল অপারেটরসহ সংশ্লিষ্টদের কাছে চূড়ান্ত নির্দেশনা পাঠানো হবে।

বিটিআরসির তথ্যমতে, যেসব গ্রাহকের নামে ১০টির বেশি সিম রয়েছে, নতুন নিয়ম কার্যকর হওয়ার পর তাদের অতিরিক্ত সিমগুলো ধাপে ধাপে নিষ্ক্রিয় হয়ে যাবে। এর আগে গ্রাহকের সঙ্গে যোগাযোগ করে জানতে চাওয়া হবে—কোন ১০টি সিম তারা সক্রিয় রাখতে চান। এ ক্ষেত্রে ব্যবহার অনুযায়ী এবং মোবাইল ব্যাংকিংয়ের সঙ্গে যুক্ত সিমগুলো অগ্রাধিকার পাবে।

গণমাধ্যম জানায়, মোবাইল সংযোগ ব্যবহার করে জালিয়াতি, প্রতারণা ও অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব গণমাধ্যমকে বলেন, ‘এখন থেকে গ্রাহকরা একসঙ্গে সর্বোচ্চ ১০টি সিম ব্যবহার করতে পারবেন। শিগগিরই এ সিদ্ধান্ত কার্যকর হবে।’

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ০৯ জুলাই ২০২৫



Scroll to Top