গতবছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেয়ার পর দীর্ঘদিন খেলার মধ্যে নেই টেস্টে ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেটশিকারী পেসার জেমস অ্যান্ডারসন। বিরতির পর আবারও মাঠে দেখা মিলল তার। ইংলিশদের ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দ্য হান্ডেড-এ অভিষেক হয়েছে জিমির। ৪৩ বছর বয়সে অভিষেক হল ডানহাতি পেসারের।
অ্যান্ডাসরন ম্যানচেস্টার অরজিনালসের হয়ে খেলছেন। সাউদার্ন ব্রেভের বিপক্ষে অভিষেক হয়েছে তার। জিমির দল অবশ্য হেরেছে ১ উইকেটে। এ ম্যাচেই তার দলে অভিষেক হয়েছে স্পিনার ফারহান আহমেদের।
অ্যান্ডারসনের ৪৩ বছরে অভিষেকের দিনে ১৭ বর্ষী ফারহানেরও অভিষেক হয়। তিনি ইংল্যান্ডের আরেক স্পিনার রেহান আহমেদের ভাই। ইংল্যান্ডের হয়ে তিন সংস্করণেই অভিষেক হয়েছে রেহান আহমেদের।