একই দিনে দুই ফুটবলার কিনল রিয়াল-বার্সা | চ্যানেল আই অনলাইন

একই দিনে দুই ফুটবলার কিনল রিয়াল-বার্সা | চ্যানেল আই অনলাইন

তিন মৌসুমের জন্য রিয়াল মাদ্রিদের জন্য কোচের দায়িত্ব নেয়া জাবি আলোনসো এখন ২০২৫-২৬ মৌসুমের জন্য দল গোছাচ্ছেন। সফলতার জন্য তো বটেই, দলে তৈরি হওয়া কিছু শূন্যতা পূরণেও এবারের দলবদল বাজার থেকে বেশ কিছু কেনাকাটা দরকার হচ্ছে তার। মৌসুম শুরু আগেই রক্ষণে নিজেদের দুর্বলতা কাটাতে বেনফিকার লেফটব্যাক আলভারো ক্যারেরাসের সঙ্গে ৬ বছরের চুক্তি সেরেছে রিয়াল। একই দিনে সুইডিশ উইঙ্গার রুনি বার্ডঘজিকে চার বছরের জন্য দলে নিয়েছে রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা।

সোমবার এক বিবৃতিতে কুয়েতে জন্ম নেয়া বার্ডঘজির সঙ্গে ২০২৯ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তি সম্পন্ন করার কথা জানিয়েছে বার্সা। ১৯ বর্ষী এই স্ট্রাইকার এতদিন ডেনমার্কের এফসি কোপেনহেগেন ক্লাবের হয়ে খেলেছেন। সেখানেই গতি, ফুটবল দক্ষতা ও স্কোরিংয়ের সামর্থ্য দিয়ে নজর কাড়েন বার্সেলোনার। এমনকি তাকে ইউরোপের সবচেয়ে সম্ভাবনাময় তরুণ ফুটবলারদের একজনও ভাবা হচ্ছে।

ডেনিশ ক্লাবটির হয়ে রুনি ৮৪টি ম্যাচে ১৫টি গোল ও সতীর্থকে দিয়ে করিয়েছেন আরও এক গোল। জিতেছেন ডেনিশ লিগ ও দুটি ডেনিশ কাপ।

এদিকে, ২২ বর্ষী স্পেনিয়ার্ড লেফটব্যাক ক্যারেরাস একসময় রিয়ালের বয়সভিত্তিক দলে ছিলেন। সেখান থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের বয়সভিত্তিক দল ও গ্রানাদা ঘুরে দুই মৌসুম ধরে খেলেছেন পর্তুগিজ ক্লাব বেনফিকায়। তাকে ৬ বছরের জন্য দলে নিলেও ট্রান্সফার ফি নিয়ে কিছু জানায়নি রিয়াল।

বেনফিকার হয়ে পর্তুগাল প্রিমেইরা লিগে ৩২ ও চ্যাম্পিয়ন্স লিগে খেলেছেন ১০ ম্যাচ। এছাড়া স্পেনের অনূর্ধ্ব-২১ দলের হয়ে ২০২৪-২৫ মৌসুমে নজরকাড়া পারফরম্যান্স ছিল ক্যারেরাসের।

Scroll to Top