এই খবরটি পডকাস্টে শুনুনঃ
সদ্যই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা নিয়ে দেশে ফিরেছে ভারত। জয়ী দলের সদস্য হতে পারতেন জাসপ্রীত বুমরাহ। পিঠের চোটে শেষপর্যন্ত জাতীয় দল জার্সিতে মাঠে নামতে পারেননি তারকা পেসার। গুরুতর এ চোট দ্বিতীয়বার পেলে তার ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে, বলছেন নিউজিল্যান্ডের সাবেক ফাস্ট বোলিং গ্রেট শেন বন্ড।
গত জানুয়ারিতে সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচের দ্বিতীয় ইনিংসে পিঠের সমস্যায় বোলিং করতে পারেননি বুমরাহ। এরপর থেকে মাঠের বাইরে আছেন। চোট গড়িয়েছিল অস্ত্রোপচারে, তাকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দেশ ছাড়তে হয় রোহিত শর্মাদের। বর্তমানে বেঙ্গালুরুতে ভারতীয় বোর্ডের সেন্টার অব এক্সিলেন্সে পুনর্বাসনে আছেন বুমরাহ। আইপিএল সামনে রেখে কবে নাগাদ ফিরতে পারবেন সেটিও নিশ্চিত নয়।
বুমরাহর মতো পিঠের চোটে ক্যারিয়ারের শেষ দেখেছিলেন বন্ড। পূর্ব অভিজ্ঞতা থেকে বলেছেন, ‘দেখুন, মনে করি বুমস (বুমরাহ) ঠিক থাকবে, তবে এটা (ওয়ার্কলোড) সামলানোর বিষয়। ভবিষ্যৎ সফর এবং সূচির দিকে তাকালে, তাকে বিশ্রাম দেয়ার সুযোগ কোথায়, আসলে বিপদের সময়টা কোথায়? প্রায়ই এমন হয় যে, (আইপিএল থেকে) টেস্ট চ্যাম্পিয়নশিপে যাওয়া ঝুঁকিপূর্ণ।’
‘যখনই সংস্করণের পরিবর্তন হয়, বিশেষ করে টি-টুয়েন্টি থেকে টেস্ট ম্যাচে যাওয়াটা চ্যালেঞ্জিং। যদি ওয়ানডে সিরিজে খেলেন, তাহলে খুব খারাপ নয়। সেখানে সপ্তাহে তিনটি ম্যাচ খেলবেন, একটি অনুশীলন সেশন থাকবে, প্রায় ৪০ ওভার বোলিংয়ের মধ্যে থাকবেন, একটি টেস্ট ম্যাচের কাছাকাছি। কিন্তু টি-টুয়েন্টিতে, বিশেষ করে আইপিএলে যখন সপ্তাহে তিনটি ম্যাচ খেলবেন, সেখানে দুই দিনের ভ্রমণ থাকে, একটি অনুশীলন সেশন পেতে পারেন, ভাগ্যবান হলে ২০ ওভার বোলিং করবেন, যা টেস্ট ম্যাচের অর্ধেক বা অর্ধেকেরও কম।’
‘পরের বিশ্বকাপের জন্য সে খুবই মূল্যবান। ইংল্যান্ডে পাঁচটি টেস্ট খেলবেন, আমি হলে তাকে টানা দুটির বেশি ম্যাচ খেলাতে চাইতাম না। আইপিএলের শেষ ভাগ থেকে একটি টেস্ট ম্যাচে যাওয়া বড় ঝুঁকিপূর্ণ হবে। তাই তারা কীভাবে বিষয়টি সামলাবে, তা গুরুত্বপূর্ণ হবে। ওর যদি একই জায়গায় আর একবার চোট লাগে, তাহলে কিন্তু ক্যারিয়ার শেষও হয়ে যেতে পারে। কারণ ওই জায়গায় আর দ্বিতীয়বার অস্ত্রোপচার সম্ভব হবে বলে আমার মনে হয় না।’