বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করে বলেছেন, এই সরকার যতদিন থাকবে মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারবে না। দুর্নীতি অনিয়মের কারণে এই সরকার ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে।
বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বাসাবো এলাকায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, দুর্নীতিবাজ সরকার দেশে লুট, গুম খুন ও দখলের রাজত্ব তৈরি করেছে। এদেরকে আর ক্ষমতায় থাকতে দেয়া হবে না।
পরে তিনি মশা নিধনে ওষুধ ছিটান।