মেয়েদের কোপা আমেরিকা মানেই যেন ফাইনালে ব্রাজিল। দ্বিতীয় সেমিফাইনালে উরুগুয়েকে উড়িয়ে ফাইনালের টিকিট কেটেছে নয় বারের চ্যাম্পিয়ন দল। এ নিয়ে টুর্নামেন্টের ইতিহাসে দশ আসরের সবটিতেই ফাইনালে উঠলো তারা। দাপুটে জয়ের ফলে কোপা আমেরিকার ফাইনালের টিকিটের পাশাপাশি ২০২৮ অলিম্পিকে জায়গাও নিশ্চিত করল তারা।
ইকুয়েডরের রাজধানী কুইটোতে উরুগুয়ের মেয়েদের ৫-১ গোলে হারিয়েছে ব্রাজিলের মেয়েরা। ফাইনালে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া। ২০২২ আসরের ফাইনালেও মুখোমুখি হয়েছিল এই দুদল। সেবার স্বাগতিক কলম্বিয়াকে ১-০তে হারিয়ে শিরোপা জিতেছিল ব্রাজিল।
আগের নয় আসরে মধ্যে আটবারই শিরোপা জিতেছে ব্রাজিলের মেয়েরা। মাঝে একবার শিরোপা জেতে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। এখন দলটির অপেক্ষা নবম শিরোপা ঘরে তোলার। ফাইনালে আগামী শনিবার বাংলাদেশ সময় রাত তিনটায় শুরু হবে লড়াই।
আক্রমণ ও বল দখলে এগিয়ে থাকা ব্রাজিল প্রথমার্ধের ২৭ মিনিটের মধ্যেই আদায় করে নেয় ৩ গোল। এরপর অবশ্য আর ম্যাচে ফিরতে পারেনি উরুগুয়ের মেয়েরা। বিরতির পর অবশ্য নিজদের জাল রক্ষা করতে গিয়ে উল্টো বল জালে পাঠিয়ে দিলে ব্যবধান কমায় উরুগুয়ে। ব্যবধান কমালেও শেষ রক্ষা হয়নি। এরপর আরও দুই গোল ব্রাজিল। সেলেসাওদের হয়ে জোড়া গোল করেছেন আমান্দা গুতিয়েরেস। একটি করে গোল করেছেন গিও গারবেলিনি, মার্তা ও দুদিনিয়া।