উপদেষ্টা হাসান আরিফের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত | চ্যানেল আই অনলাইন

উপদেষ্টা হাসান আরিফের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২১ ডিসেম্বর শনিবার হাইকোর্ট প্রাঙ্গণে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে শুক্রবার বাদ এশা রাজধানীর ধানমন্ডি সাত নম্বর বায়তুল আমান মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা মন্ডলীর সদস্য ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। হাসান আরিফের তৃতীয় জানাজা সচিবালয়ে অনুষ্ঠিত হবে।

হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার বিকেল ৩টা ১০ মিনিটে ঢাকার ল্যাবএইড হাসপাতালে মারা যান হাসান আরিফ। গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন তিনি।

GOVT

হাসান আরিফ ২০০৮ সালের জানুয়ারি থেকে ২০০৯ এর জানুয়ারি পর্যন্ত ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং পরে ভূমি ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন।

Shoroter Joba

Scroll to Top