উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার সচিবালয় ত্যাগ

উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার সচিবালয় ত্যাগ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সচিবালয় ত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তার সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন দপ্তরের উপদেষ্টারা উপস্থিত ছিলেন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সচিবালয়ের নবনির্মিত ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে শুরু হয় উপদেষ্টা পরিষদের এই গুরুত্বপূর্ণ বৈঠক। প্রধান উপদেষ্টা সচিবালয়ে প্রবেশ করেন সকাল ১০টা ২৫ মিনিটে। এরপরই শুরু হয় উপদেষ্টা পরিষদের আনুষ্ঠানিক আলোচনা।

এর আগে, প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়ে আসছিল। তবে ২০২৪ সালের ২০ নভেম্বর সচিবালয়ে প্রথমবারের মতো এ ধরনের বৈঠক অনুষ্ঠিত হয় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে। আজকের বৈঠকটি ছিল সচিবালয়ে অনুষ্ঠিত দ্বিতীয় বৈঠক।

এদিকে, জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ একটি নির্দেশনা পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রমজান মাস শুরুর আগেই নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন তিনি।

প্রধান নির্বাচন কমিশনারের একান্ত সচিব নিশ্চিত করেছেন, নির্বাচন কমিশন ইতোমধ্যে সেই চিঠি পেয়েছে। নির্বাচনের সময়সীমা এবং প্রস্তুতির বিষয়ে এই বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গেছে।

Scroll to Top