গোয়েন্দা অনুসন্ধানের পর এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পিও তুহিন ফারাবী এবং সাবেক সমন্বয়ক এবিএম গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। এছাড়া জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ট্যাক্সেস আপীলাত ট্রাইব্যুনালের সাবেক কর কমিশনার রনজিত কুমার তালুকদার ও তার স্ত্রীর বিরুদ্ধে আলাদা দু’টি মামলা করেছে দুদক।