উপদেষ্টাদের সততা ও সৎ চরিত্রের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করল বিএনপি – DesheBideshe

উপদেষ্টাদের সততা ও সৎ চরিত্রের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করল বিএনপি – DesheBideshe

উপদেষ্টাদের সততা ও সৎ চরিত্রের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করল বিএনপি – DesheBideshe

ঢাকা, ১০ আগস্ট – অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সততা ও সৎ চরিত্রের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৯ আগস্ট) রাতে দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, একটি গণমাধ্যমে নাম প্রকাশ না করে একজন সাবেক সচিবকে উদ্ধৃত করে খবর প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে— আটজন উপদেষ্টা নাকি দুর্নীতির সঙ্গে জড়িত। এটি সম্পূর্ণভাবে আমাদের (বিএনপির) বক্তব্য নয় এবং এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই।

তিনি আরও স্পষ্ট করে বলেন, বিএনপি প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টাকে সম্মান করে এবং তাদের সততার ওপর আস্থা রাখে। ওই অভিযোগ যদি কোনো সাবেক সচিব করে থাকেন, তা তার ব্যক্তিগত মতামত, যার দায় সম্পূর্ণভাবে তার নিজের।

এর আগে, ওই দিন ঢাকার বিয়াম মিলনায়তনে বাংলাদেশ অ্যাডমিনিসট্রেটিভ অ্যাসোসিয়েশনের এক সেমিনারে অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি আব্দুস সাত্তার অভিযোগ করেন, অন্তত ৮ জন উপদেষ্টার দুর্নীতির প্রমাণ গোয়েন্দা সংস্থার কাছে রয়েছে। তবে তিনি কারও নাম উল্লেখ করেননি এবং ব্যবস্থা না নেওয়ার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১০ আগস্ট ২০২৫

 



Scroll to Top