বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, উন্নয়নের নামে সরকার দেশকে ধ্বংস করছে। এভাবে উন্নয়ন দেখানো স্বৈরাচারী সরকারের বড় বৈশিষ্ট্য।
শনিবার (২ সেপ্টেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। আরও বলেন, প্রকল্প উদ্বোধন আর উন্নয়নের মাধ্যমে সরকার বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে।
সরকার দেশের টাকা লুট করে বিদেশে পাচার করছে অভিযোগ করে আমীর খসরু বলেন, আইন করে দুর্নীতি করা হচ্ছে। দেশে গণতান্ত্রিক সরকার থাকলে এর চাইতে অনেক বেশি উন্নয়ন হতো। মানুষ তার অধিকার হারাতো না। গণতন্ত্র আর মানুষের অধিকার ছাড়া উন্নয়ন কোনোভাবেই টেকসই হতে পারে না।
/এমএন