উধাও পুরো সংসদ, নেই ভোটার! বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোটে জেতা পঞ্চায়েত সদস্যা এখন কাটাচ্ছেন এইভাবে

উধাও পুরো সংসদ, নেই ভোটার! বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোটে জেতা পঞ্চায়েত সদস্যা এখন কাটাচ্ছেন এইভাবে

Last Updated:

ভোটে  জয়ী হয়ে পঞ্চায়েত সদস্য হয়েছেন, কিন্তু তার বুথের কোনও চিহ্ন নেই এলাকায়। বর্তমানে তার এলাকায় কোনও ভোটার নেই।

+

উধাও পুরো সংসদ, নেই ভোটার! বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোটে জেতা পঞ্চায়েত সদস্যা এখন কাটাচ্ছেন এইভাবে

ভুটিয়া বস্তির পঞ্চায়েত সদস্যা বৃন্দা ছেত্রি

কুমারগ্রাম, অনন্যা দে: ভোটে  জয়ী হয়ে পঞ্চায়েত সদস্য হয়েছেন, কিন্তু তার বুথের কোনও চিহ্ন নেই এলাকায়। বর্তমানে তার এলাকায় কোনও ভোটার নেই। পঞ্চায়েত কার্যালয়ে যান কিন্তু উন্নয়নের কোনও কাজ তিনি করতে পারছেন না। বৃন্দা ছেত্রীর বর্তমান পরিস্থিতি এমনই।

ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার শামুকতলা থানার ভুটিয়া বস্তি এলাকার পঞ্চায়েত সদস্যা বৃন্দা ছেত্রী।  কুমারগ্রাম ব্লকের এক নম্বর বুথের ভুটিয়া বস্তি এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্যা বৃন্দা ছেত্রীকে কোনও রেসিডেন্স সার্টিফিকেট লিখতে হয় না। ‌ কোনও কাজ নেই তার। তার সংসদের মানুষদের অভিযোগ শুনতে হয় না তাকে। বক্সা ব্যাঘ্র প্রকল্পের পক্ষ থেকে বাঘের বাসস্থান গড়ে তোলার জন্য ভুটিয়া বস্তির বাসিন্দাদের অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে। ফলে পঞ্চায়েত সদস্য থাকলেও কোনও ভোটার নেই।‌ ভোটারদের ঠিকানা হয়েছে কালচিনি ব্লকে।‌ ভুটিয়া বস্তিতে ৭৬ জন ভোটার ছিলেন। এখন তাদের এলাকা চলে গিয়েছে বাঘ্র প্রকল্পের আওতায়। পুনর্বাসন পেয়ে তারা চলে গিয়েছেন অন্যত্র।

আলিপুরদুয়ারের ওই পঞ্চায়েত সদস্যা বৃন্দা ছেত্রী কোনও প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই তৃণমূলের পঞ্চায়েত সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। বর্তমান পরিস্থিতিতে তুরতুরি খন্ড গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সভাতে বৃন্দা ছেত্রী যোগদান করলেও তার এলাকায় উন্নয়নের কথা বলতে পারেন না তিনি। ‌বর্তমানের তিনি উপ-প্রধানের সংসদীয় এলাকায় বাড়ি তৈরি করে সেখানেই বাস করছেন। ‌
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

ভুটিয়া বস্তিতে অনেক আয়ের রাস্তা ছিল কিন্তু এখন আর তা নেই। ভুটিয়া বস্তিতে থাকাকালীন তিনি অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন ভোটারদের পাশে থেকে। ‌ বর্তমান সময়ে তিনি অনেকটাই একা হয়ে পড়েছেন ভুটিয়াবস্তি না থাকায় বলে জানান তিনি।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/

উধাও পুরো সংসদ, নেই ভোটার! বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোটে জেতা পঞ্চায়েত সদস্যা এখন কাটাচ্ছেন এইভাবে

Scroll to Top