রুশ প্রতিরক্ষামন্ত্রী শোইগু বলেছেন, এই সফরের ফলে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও ভালো হবে।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, বিজয় দিবস উপলক্ষে ঐতিহাসিক কুচকাওয়াজের আয়োজন করা হবে। বিশাল এই কুচকাওয়াজে রাশিয়া ও চীনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্ক এখন তলানিতে গিয়ে ঠেকেছে। যুক্তরাষ্ট্র তাদের মিত্রদেশ দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া করছে। পরমাণু অস্ত্র ছুড়তে পারে, এমন যুদ্ধজাহাজ দক্ষিণ কোরিয়ায় পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।
পাল্টা হিসেবে উত্তর কোরিয়া একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। গত সপ্তাহে তারা তিনবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। ২০২২ থেকে তারা শতাধিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে।