রাতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তার আগে বুধবার দুপুরে মিরপুরে হয়ে গেল নাজমুল হোসেন শান্তদের ফটোসেশন। উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
দুপুর একটার দিকে সবার আগে হোম অব ক্রিকেটে আসেন ফারুক আহমেদ। এরপর জাকের আলী, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজরা আসেন। সেখানে কয়েকধাপে ফটোসেশন হয় দলের।
প্রথমে খেলোয়াড়, প্রধান কোচ ফিল সিমন্স, কর্মকর্তাসহ সবাই ছবি তোলেন। তারপর প্রধান কোচ, সহকারী কোচ এবং খেলোয়াড়রা ছবি তোলার পর শুধু খেলোয়াড়রা ফটোসেশনে অংশ নেন। দুবাইতে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচের আগে ১৭ তারিখ পাকিস্তান ‘এ’ দলের সঙ্গে প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে শান্তবাহিনী।

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে গড়াবে ‘হাইব্রিড’ মডেলের টুর্নামেন্ট। ৯ মার্চ শিরোপা নির্ধারণী ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের।
র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দলের লড়াইয়ে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। ‘এ’ গ্রুপে স্বাগতিক পাকিস্তানের সঙ্গে আছে ভারত, বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। ‘বি’ গ্রুপে আছে সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, আফগানিস্তান ও অস্ট্রেলিয়া।
২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে টিম টাইগার্স। গ্রুপপর্বের বাকি দুটি ম্যাচ নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে যথাক্রমে ২৪ ও ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে খেলবে বাংলাদেশ।