উচ্চ আদালতের রায়ে জনগনের বিজয় হয়েছে বলে মনে করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ ২২ মে বৃহস্পতিবার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করে রায় ঘোষণার পর থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎধীন বিএনপি মহাসচিব টেলিফোনে একথা জানান।
তিনি বলেন, বিচার বিভাগের উচ্চ আদালত তারা আইনের প্রতি সন্মান দেখিয়ে যেটা হওয়া উচিত সেই ধরণের রায় তারা দিয়েছেন। এই রায়ে জনগনের বিজয় হয়েছে।
ইশরাক হোসেনের শপথ দিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান রেখে মির্জা ফখরুল নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বলেন, যেহেতু আদালতে এ বিষয়ে রায় হয়েছে, জনগণের বিজয় হয়েছে।
তিনি আরও বলেন, এখন আর সড়ক অবরোধ করে না রেখেে আশা করার যায় যে সরকারের সুমতি হবে তারা ইশরাককে শপথ গ্রহণ করার ব্যবস্থা নেবেন।
রাজনৈতিক সংকট দূর করার জন্য আবারও অতি দ্রুত নির্বাচনের একটি রোড ম্যাপ ঘোষণা করার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব।