মধ্যপন্থী ও উদারপন্থী রাজনীতিকে সরিয়ে দিয়ে উগ্রবাদী ও চরমপন্থী রাজনীতিকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার ২৯ আগস্ট জাতীয় প্রেসক্লাবে সৈয়দা ফাতেমা সালাম রচিত ‘রক্তাক্ত জুলাই’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, নির্বাচনি রোডম্যাপ রাজনৈতিক দলগুলো মিলে এগিয়ে নিতে হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত থাকবে। কিন্তু বর্তমান পরিবেশে জনগণ বিভ্রান্ত হচ্ছে। নির্বাচন না হলে জাতি প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হবে। ফ্যাসিবাদ ফিরে আসার সম্ভাবনা বাড়বে।
তিনি আরও বলেন, বিএনপি মনে করে ফেব্রুয়ারিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। বাংলদেশে এখন পর্যন্ত যা কিছু সংস্কার হয়েছে তা বিএনপির হাত ধরে হয়েছে। জিয়াউর রহমান একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় গনতন্ত্রের প্রবর্তন করেছেন।
বিএনপির কাছে মানুষ পরিবর্তন চায় মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, চক্রান্ত ও ষড়যন্ত্র মোকাবেলা করে ঐক্যের মধ্য দিয়ে জনগণের কাছে যেতে হবে। বিএনপির কাছে মানুষ পরিবর্তন চায়, পরিবর্তনের জন্য মানুষ উন্মুখ হয়ে আছে। গণতন্ত্রকে আমরা এমন জায়গায় নিয়ে যেতে চাই, প্রকৃত অর্থে যে গণতন্ত্র মানুষের কল্যাণে কাজ করবে।
তিনি আরও বলেন, আমরা দেশের মানুষের আশা-প্রত্যাশা পূরণে বিএনপির কর্মীরা এক হয়ে কাজ করতে চাই।