এই খবরটি পডকাস্টে শুনুনঃ
মেয়েদের ক্রিকেট দলের জন্য ওয়েস্ট ইন্ডিজ সফরের গুরুত্ব অনেক। ওয়ানডে বিশ্বকাপে সরাসরি সুযোগ পেতে সিরিজটি জিততে হবে বাংলাদেশকে। জয়ের চাপটা আগে থেকেই নিতে চান না অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ছন্দে থাকা ব্যাটাররা স্বাভাবিক খেলাটা খেলতে পারলে আসবে সাফল্য, বলছেন টিম টাইগ্রেস তারকা।
ওয়েস্ট ইন্ডিজে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলতে গেছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ রোববার, সেন্ট কিটসে। বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে মাঠের লড়াই। পরের দুই ম্যাচ ২১ ও ২৪ জানুয়ারি।
ম্যাচের আগে বিসিবির পাঠানো ভিডিও বার্তায় জ্যোতি বলেছেন, ‘এখানে এসে আমরা দুটা অনুশীলনের সেশন পেয়েছি। যা আমাদের কাছে খুবই প্রয়োজনীয় ছিল। কারণ এই কন্ডিশনে আমরা অনেকেই আগে খেলিনি। তবে উইকেট দেখে যা বুঝতে পারছি, ব্যাটাররা এখানে অনেক ভালো করবে। আশা করি সিরিজটা দারুণভাবেই শুরু করতে পারব।’
‘এখানে আসার আগে অনেক সমীকরণই মাথায় এসেছিল, তবে আমার কাছে মনে হয় দল হিসেবে খেলাটা বেশি গুরুত্বপূর্ণ। আসলে ভালো ক্রিকেট খেলাটাই এই মুহূর্তে বেশি দরকার। দলের সবার মধ্যে একটা মনোভাব দেয়ার চেষ্টা করেছি যে, এখানে আমাদের ওয়ানডে কোয়ালিফাই করতে হবে বা পয়েন্ট লাগবেই এই ধারণা মাথা থেকে ফেলে দিতে। চাপ কমিয়ে সবাই যেন নিজেদের সেরাটা খেলতে পারে এই জন্যই এভাবে চিন্তা করা।’
‘উইকেট অনেক ভালো। এখানকার উইকেটে খেলাটা ব্যাটারদের জন্য তুলনামূলক সহজ হবে। ব্যাটে-বলে খুব ভালো সংযোগ হয়। ছেলেদের দল যখন খেলে গেছে সেটাও আমরা দেখেছি। এই ভেন্যুতে অনেকবেশি রান হয়েছে। এদিক থেকে বলব, এটা আমাদের জন্য স্বস্তির। কারণ এই সংস্করণে ব্যাটাররা আগের সিরিজে ভালো করেছেন এবং ছন্দে আছেন। আমরা বেশ আত্মবিশ্বাসী। অবশ্যই টপঅর্ডারকে ভালো করতে হবে তাহলে ভালো একটা স্কোর করা সম্ভব।’
একই ভেন্যুতে ২৭, ২৯ ও ৩১ জানুয়ারি হবে জ্যোতিদের তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ।