উইন্ডিজকে হতাশ করে সিরিজ পাকিস্তানের | চ্যানেল আই অনলাইন

উইন্ডিজকে হতাশ করে সিরিজ পাকিস্তানের | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

টি-টুয়েন্টিতে টানা ৯ ম্যাচ হারের পর রোববার জয়ের দেখা পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। জয়ের ধারা ধরে রাখতে পারেনি শাই হোপের দল। পাকিস্তানের সঙ্গে তিন ম্যাচ সিরিজের প্রথমটি হারের পর দ্বিতীয়টিতে জয় তোলে স্বাগতিক দলটি। তৃতীয় ও শেষ ম্যাচ রূপ নেয় অঘোষিত ফাইনালে। সেখানে ক্যারিবীয়দের ১৩ রানে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান।

লডারহিলে সেন্ট্রাল ব্রোয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়ামে সোমবার ভোরে টসে জিতে আগে ব্যাটে নেমে ৪ উইকেটে ১৮৯ রান করে পাকিস্তান। ১৯০ রানের বড় লক্ষ্যে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৬ রানের বেশি করতে পারেনি উইন্ডিজ। ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে পাকিস্তান।

বাংলাদেশের কাছের হারের পর এশিয়া কাপের আগে ঘুরে দাঁড়ানোটা জরুরি ছিল পাকিস্তানের। ক্যারিবীয়দের সঙ্গে বেশ ভালোভাবেই প্রস্তুতি সেরেছে সালমান আলি আঘার দল।

পাকিস্তান বড় পুঁজি জোগাড় করেছে দুই ওপেনার সাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুবের দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে। ওপেনিংয়ে ১৩৮ রানের জুটি করে বড় রানের ভিত দিয়েছিলেন তারা। ৫৩ বলে ৭৪ রান করে ফারহান আউট হলে জুটি ভাঙে।

আইয়ুব সাজঘরে ফেরেন ৪৯ বলে ৬৬ রান করে। তার আগে ১৫ রান করে দ্রুত বিদায় নেন হাসান নওয়াজ ও ২ রান করেন মোহাম্মদ হারিস। আর খুশদিল শাহ ১১ ও ফাহিম আশরাফ ১০ রানে অপরাজিত থাকেন।

জবাবে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪০ বলে ৬০ রানের ইনিংস খেলেন অ্যালিক অ্যাথানেজে। শেরফান রাদারফোর্ড ৩৫ বলে ৫১, ওপেনার জুয়েল অ্যান্ড্রু ১৫ বলে ২৪ রান করেন। বাকিদের কেউ রানের দেখা না পেলে শেষপর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের।

Scroll to Top