স্রোতের প্রতিকূলে ভেসে যাওয়া ভারতের ত্রাতা হয়ে এসেছিল হার্দিক পান্ডিয়া ও ঈষান কিষান। জুটি হিসেবে ১১২ রান তুললেও দুজনেই সেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়ে নিরাশ হয়ে ফিরে গেছেন। তবে ঈশানের ৮২ ও পান্ডিয়ার ৮৭ রানের ইনিংসে ভর করে ৪৮.৫ ওভারে সব উইকেট হারিয়ে ২৬৬ রান সংগ্রহ করেছে ভারত। দলের হয়ে ৯০ বলে ৭ চার ও ১ ছয়ের সাহায্যে সর্বোচ্চ ৮৭ রান করেছেন পান্ডিয়া, স্ট্রাইক রেট ৯৬.৬৬।
এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক রোহিত শর্মা। শুরুতেই পাকিস্তানি পেস বোলারদের চাপের মুখে পড়েন ভারতীয় দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। বৃষ্টি বাধার পর মাঠে নেমে ভারতকে যেন আরও চেপে ধরে পাক বোলাররা। বৃষ্টির পর দলের খাতায় কোন রান যোগ করার আগেই বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক রোহিত শর্মা। ২২ বলে ১১ রান করা রোহিতকে ফেরান ডানহাতি পেসার শাহীন শাহ আফ্রিদি। এর এক ওভার পরেই শাহীন আফ্রিদির বলেই বোল্ড হয়ে ফিরে যান ভিরাট কোহলিও।
৬৬ রানেই নেই ৪ উইকেট, শেষ পর্যন্ত পাকিস্তানি বোলারদের বিপক্ষে চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারবে ভারত? সেই শঙ্কার জায়গা থেকে পান্ডিয়া-ইষান ভারতকে বড় রানের ইনিংস গড়ার সুযোগ করে দিলেও তা কাজে লাগাতে পারেনি পরের ব্যাটররা। একে একে ফিরে গেছেন রবীন্দ্র জাদেজা (১৪), শার্দুল ঠাকুর (৩), কুলদ্বীপ যাদব (৪) এবং জাসপ্রিত বুমরাহ (১৬)।
পাকিস্তানের পক্ষে ১০ ওভারে ৩.৫০ ইকোনমিতে ৩৫ রান খরচায় আফ্রিদি নিয়েছেন ৪টি উইকেট। এছাড়াও হারিস রউফ এবং নাসিম শাহ পেয়েছেন ৩টি উইকেট।