ঈশান-পান্ডিয়ার ফিফটি, দুজনের শত রানের জুটি – Allrounder BD

ঈশান-পান্ডিয়ার ফিফটি, দুজনের শত রানের জুটি – Allrounder BD

ঈশান-পান্ডিয়ার ফিফটি, দুজনের শত রানের জুটি – Allrounder BD

৬৬ রানেই নেই ৪ উইকেট, প্যাভিলিয়নে ততোক্ষণে রোহিত-গিল-কোহলি-আইয়ার! ভারত কি তাহলে লড়াই করার মতো পুঁজিটুকুও করতে পারবে না? এমন শঙ্কাই ছিল সবার মনে, যেটা ইতোমধ্যেই দূর হতে শুরু করেছে ঈশান কিষান এবং হার্দিক পান্ডিয়ার ব্যাটিংয়ে।

এই প্রতিবেদন লেখার সময় ভারত দলের সংগ্রহ ৪ উইকেটে ১৭৮ রান। কিষান অপরাজিত ৭২ রানে, পান্ডিয়া অপরাজিত আছেন ৫০ রানে। পঞ্চম উইকেটে দুজনে গড়েছেন অপরাজিত ১১২ রানের জুটি।

এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক রোহিত শর্মা। শুরুতেই পাকিস্তানি পেস বোলারদের চাপের মুখে পড়েন ভারতীয় দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। ম্যাচ শুরুর আগে আকাশে মেঘ না থাকলেও ম্যাচের ৪.২ ওভারের সময় বৃষ্টির কারণে প্রায় ১৫ মিনিট বন্ধ থাকে খেলা।

বৃষ্টির থামার পর যেন ভারতকে আরও চেপে ধরে পাক বোলাররা। মাঠে নেমে দলের খাতায় কোন রান যোগ করার আগেই বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক রোহিত শর্মা। ২২ বলে ১১ রান করা রোহিতকে ফেরান ডানহাতি পেসার শাহীন শাহ আফ্রিদি। এর এক ওভার পরেই শাহীন আফ্রিদির বলেই বোল্ড হয়ে ফিরে যান ভিরাট কোহলিও। ৭ বল খেলে তিনি করেছিলেন ৪ রান। এরপর পাকিস্তানি পেসার হারিস রউফের শিকার হন শ্রেয়াস আইয়ার ও শুভমান গিল।

Scroll to Top