ঈদ উপলক্ষে ট্রেন ভ্রমণে ৩০ শতাংশ ছাড় দেয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান – DesheBideshe

ঈদ উপলক্ষে ট্রেন ভ্রমণে ৩০ শতাংশ ছাড় দেয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান – DesheBideshe


ঈদ উপলক্ষে ট্রেন ভ্রমণে ৩০ শতাংশ ছাড় দেয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান – DesheBideshe

ইসলামাবাদ, ২৩ মার্চ – ট্রেন ভ্রমণে উদ্বুদ্ধ করতে এবং পবিত্র ঈদুল ফিতরে যাত্রীদের ভ্রমণ সহজতর করতে পাকিস্তান রেলওয়ে (পিআর) ট্রেনের ভাড়ায় ২০ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে।

শনিবার (২২ মার্চ) এ ব্যাপারে আনুষ্ঠানিক নোটিশ জারি করা হয়। এতে বলা হয়, ঈদের প্রথম তিনদিন পর্যন্ত ছাড় দেওয়া ভাড়া সব মেইল, এক্সপ্রেস এবং আন্তঃনগর ট্রেনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। যেসব যাত্রী আগাম বুকিং করবেন তারাও এ সুবিধা পাবেন। কিন্তু শুধুমাত্র ঈদের জন্য যে বিশেষ ট্রেনগুলো চালানো হবে সেগুলোর ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না।

যাত্রীরা যেন ছাড় দেওয়ার পুরো সুবিধা পান সেটি নিশ্চিত করতে সব বুকিং অফিসে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।

পাকিস্তান রেলওয়ে এক বিবৃতিতে জানিয়েছে, তাদের এ উদ্যোগ ঈদযাত্রী মানুষের জন্য অর্থনৈতিক সুবিধা ও স্বাচ্ছন্দ্য এনে দেবে বলে তাদের প্রত্যাশা, যারা পরিবারের সঙ্গে ঈদ করতে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন।

এদিকে পাকিস্তানে আগামী ৩০ মার্চ শাওয়াল মাসের চাঁদের অনুসন্ধান করা হবে। এদিন সাধারণ মানুষকে খালি চোখে চাঁদ দেখার আহ্বান জানানো হয়েছে। যদি ৩০ মার্চ সন্ধ্যার আকাশে শাওয়ালের অর্ধচন্দ্রের দেখা মেলে তাহলে ৩১ মার্চ দেশটিতে পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। ওইদিন চাঁদ দেখা না গেলে পরের দিন হবে খুশির ঈদ।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৩ মার্চ ২০২৫

 

 



Scroll to Top