ঈদ-উল-ফিতরের পরদিন রাজধানীর রাস্তায় নেই গণপরিবহনের চিরচেনা দীর্ঘ সারি। নেই যানজট কিংবা জনজট। এমন রাজধানীতে স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারায় স্বস্তিতে নগরবাসী। তবে যাত্রী কম থাকায় কিছুটা হতাশ গণপরিবহন সংশ্লিষ্টরা।