ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে শুভেচ্ছা জানালেন মোদি

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে শুভেচ্ছা জানালেন মোদি
ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে শুভেচ্ছা জানালেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার (৯ অক্টোবর) টুইটারে দেওয়া এক বার্তায় দেশবাসীকে এই শুভেচ্ছা জানান তিনি।

টুইটে নরেন্দ্র মোদি লিখেছেন, ‘মিলাদুন্নবীর শুভেচ্ছা। এই উপলক্ষ আমাদের সমাজে শান্তি, ঐক্য এবং সহানুভূতির চেতনাকে আরও বাড়িয়ে তুলুক। ঈদ মোবারক।’

উল্লেখ্য, প্রায় ১৪০০ বছর আগে ১২ রবিউল আউয়াল বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। আবার ৬৩ বছর বয়সে একই দিনে তিনি ইন্তেকাল করেন। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি পালন করছেন বাংলাদেশ-ভারতসহ সারাবিশ্বের ধর্মপ্রাণ মুসল্লিরা।

Scroll to Top