ঈদ-উল-আযহার পবিত্র দিনে বিশ্বজুড়ে উৎসবের আমেজ। বলিউড তারকারাও অংশ নিলেন এই আনন্দ-উৎসবে। সামাজিক মাধ্যমে হৃদয়ছোঁয়া শুভেচ্ছাবার্তা পাঠিয়ে তারা ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন ঈদের উষ্ণতা, ভালোবাসা আর ভ্রাতৃত্বের বার্তা।
যদিও ঈদে প্রতিবার বলিউডে খানদের শুভেচ্ছা বার্তা কিংবা তাদের উপস্থিতি নিয়ে হইচই পড়ে- সেটা এখন পর্যন্ত দেখা যায়নি।
‘থাগ লাইফ’ তারকা কমল হাসান এক্সে লিখেন, “বকরা ঈদের পবিত্র দিনে যারা মুহূর্ত উদযাপন করছেন, আমার সেই ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা। সমতা ও ভ্রাতৃত্ববোধের জয় হোক!”
অন্যদিকে সায়রা বানু ইনস্টাগ্রামে দিলীপ কুমার এবং অন্যান্য প্রখ্যাত বলিউড অভিনেতাদের সঙ্গে ঈদের পুরনো উদযাপনের একাধিক ভিডিও শেয়ার করেছেন।
সেইসব ছবির ক্যাপশনে তিনি লেখেন, “ঈদ-উল-আযহা কেবল একটি ধর্মীয় আচার নয়, এটি বিশ্বাস, বিনয় এবং সহমর্মিতার গভীর বার্তা… এমনকি অসহিষ্ণু সময়েও সহানুভূতির পক্ষ নেওয়া—এটাই মানবতার সত্য।”
তিনি আরও বলেন, “আগেকার দিনে আমাদের বাড়ির পরিবেশটা ছিল অন্যরকম। উৎসবের সুগন্ধে বাতাস ভরে যেত, দেয়ালের ফাঁক দিয়ে আসত প্রার্থনার ধ্বনি, আর বন্ধু ও পরিবারের হাস্যরস প্রতিটি কোণে ছড়িয়ে পড়ত।”
সুপারস্টার আল্লু অর্জুন এক্স-এ একটি বিশেষ বার্তার মাধ্যমে তার ভক্তদের ঈদের শুভেচ্ছা জানান।
অনুপম খের এক্স-এ লেখেন, “আপনাদের সবাইকে ঈদ-উল-আযহা মোবারক!”
অভিনেতা দুলকার সালমান ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, “ঈদ মুবারক।”