ঈদে তিন প্রজন্মের আফজাল-মৌ-সৌম্যকে নিয়ে চয়নিকা

ঈদে তিন প্রজন্মের আফজাল-মৌ-সৌম্যকে নিয়ে চয়নিকা

জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক ও অনুষ্ঠান নির্মাতা পুনম প্রিয়ম শোবিজ আর শোবিজের বাইরের কিছু সফল নারীকে নিয়ে ২০২২ সালে একটি গ্রুপ তৈরি করেন। যার নাম ‘গ্রেসফুল টিম’। হাজার ব্যস্ততার মধ্যেও এই টিম প্রতিবছর অন্তত একবার মিলিত হন। কারণ টিম মেম্বারদের দেওয়া হয় বিশেষ সম্মাননা, যার নাম ‘গ্রেসফুল টিম অ্যাওয়ার্ড’।

পুনম সম্প্রতি তার ফেসবুকে ২০২৫-এ এই পুরস্কারপ্রাপ্তদের তালিকা প্রকাশ করেছেন। এ প্রসঙ্গে তিনি বার্তা২৪.কমকে বলেন, ‘আমরা ইতিহাস গড়তে চাই। আমার বিশ্বাস আমরা তা পারব। আপনি যদি আপনার জীবন নামক সিনেমার প্রধান নায়িকা হতে চান, তাহলে আপনাকে এমন কিছু সিদ্ধান্ত নিতে হবে, যা সমাজের কাছ থেকে আপনি এতকাল নিজের সম্পর্কে যা যা শুনে এসেছেন তার বিরোধী মনে হবে। নারীর এই ক্ষমতায়ন হয়তো বাবা-মা, বন্ধু কিংবা আশপাশের মানুষের কাছ থেকে নাও আসতে পারে। এটা আসতে হবে একান্তই নিজের ভেতর থেকে। কারণ নারী তুমি সহজাতভাবেই গ্রেসফুল।’

পুনম প্রিয়ম আরও বলেন, ‘আমাদের সমাজে নারী কুড়িতেই বুড়ি, আর পঞ্চাশের পর তো তার স্বাদ আহ্লাদ বলে কিছু থাকতেই পারে না। কিছু আসলে কি তাই? পঞ্চাশের পরও এখন নারীরা অনেক কিছু করতে পারে। কিছু না করুক, অন্তত মৃত্যুর জন্য অপেক্ষা না করে নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে পারে বা নিজের ভালো থাকার বিষয়টি খুঁজে নিতে পারে। তাই প্রতিবছর পঞ্চাশোর্ধ্ব কয়েকজন নারীকে তুলে দিয়ে থাকি গ্রেসফুল টিম অ্যাওয়ার্ড। এই পদক তাদের আরও তারুণ্যদীপ্ত করে মানসিকভাবে।’

‘গ্রেসফুল টিম’-এ শোবিজ অঙ্গন থেকে রয়েছেন পুনম প্রিয়ম, বুলবুল টুম্পা, করভী মিজান, লিপি খন্দকার, সাজিয়া সুলতানা পুতুল, হুমায়েরা বশির, রুনা খানসহ আরও অনেকে



এ বছর বিভিন্ন ক্যটাগরিতে পুরস্কার পেয়েছেন-

চোখ ধাঁধানো সুন্দরী- শাহপার রহমান, সাহসী যোদ্ধা- সামরিন ইসলাম আহমেদ, সুরের রাণী- হুমায়েরা বশির, চিরসবুজ শাশুড়ি- নাহিদ ওসমান, অনুভূতির কবি- মেহরুন নাহার মেঘলা, চিরন্তন সুন্দরী- রুনা আহমেদ, সুপার মম- শামীমা আরজু, নতুন তারকা- মিমি রাজকন্যা, স্বর্ণ হৃদয়- ঝর্ণা মোহসীন, অনুপ্রেরনামূলক নেতৃত্ব- সাবিনা সাবি, চিরসবুজ শাশুড়ি- করভী মিজান রিভি, শৈলী দূত- বুলবুল টুস্পা, সৃজনশীল প্রতিভা- লিপি খন্দকার, আদর্শ বধু- সাজিয়া সুলতানা পুতুল, আত্মার বন্ধু- তাসলিমা চৌধুরী দীপা, সমর্থনযেগানো আত্মা- তানিয়া হক শর্মী, চিরন্তন যৌবন- আঞ্জুম হোসেন, ভক্তির আইকন- ঝুমু জাহানারা খান, দর্শক ভোটে নির্বাচিত মুকুটজয়ী- শামসুন্নার।

Scroll to Top