ঈদে চ্যানেল আইয়ে নতুন ৭ সিনেমার টিভি প্রিমিয়ার | চ্যানেল আই অনলাইন

ঈদে চ্যানেল আইয়ে নতুন ৭ সিনেমার টিভি প্রিমিয়ার | চ্যানেল আই অনলাইন

যে কোনো উৎসবে বরাবরই দর্শকদের সাথে আনন্দের ভাগিদার হয় চ্যানেল আই। প্রতিবারের মতো আসন্ন ঈদুল আজহাতেও চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালার অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে ৭টি নতুন চলচ্চিত্রের টিভি প্রিমিয়ার!

চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, নতুন এই চলচ্চিত্রগুলো ঈদের দিন থেকে ঈদের ৭ম দিন পর্যন্ত দেখানো হবে প্রতিদিন সকাল ১০টা ১৫ মিনিটে।

ঈদের দিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে ওয়াজেদ আলী সুমন নির্মিত বাংলা চলচ্চিত্র ‘ছায়া’। এ ছবিতে অভিনয় করেছেন আসিফ নুর, বুবলী, সুষমা সরকার, সিমরিন লুবাবা প্রমুখ।

ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে দেখা যাবে বাংলা চলচ্চিত্র ‘কুস্তিগীর’। পরিচালনায় সঞ্জয় কান্ত। অভিনয়ে বাপ্পী, জাহারা মিতু, সুব্রত, সাবেরী আলম এবং মিশা সওদাগর প্রমুখ।

ঈদের ৩য় দিন সকাল ১০টা ১৫ মিনিটে দেখানো হবে ‘জলে জ্বলে তারা’। পরিচালনায় অরুণ চৌধুরী। অভিনয়ে রাফিয়া রশিদ মিথিলা, এফ এস নাঈম, মনিরা মিঠু, ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম, শাহেদ আলী প্রমুখ।

ঈদের ৪র্থ দিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে চলচ্চিত্র ‘দেয়ালের দেশ’। পরিচালনায় মিশুক মনি। অভিনয়ে শরিফুল রাজ, বুবলী, শাহাদাত হোসেন, জিনাত সানু স্বাগতা প্রমুখ।

ঈদের ৫ম দিন সকাল ১০টা ১৫ মিনিটে দেখানো হবে বাংলা চলচ্চিত্র ‘আজব কারখানা’। পরিচালনায় শবনম ফেরদৌসী। অভিনয়ে পরমব্রত চট্টোপাধ্যায়, মডেল ইমি, দিলরুবা দোয়েল, খালেদ হাসান রুমী, সেলিম বয়াতী, কিতাব আলী, মম, মাইমুনা, অর্পন প্রমুখ।

ঈদের ৬ষ্ঠ দিন সকাল ১০টা ১৫ মিনিটে ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হবে বাংলা চলচ্চিত্র ‘রিভেঞ্জ’। পরিচালনায় এম ডি ইকবাল। অভিনয়ে রোশান, বুবলী, মিশা সওদাগর প্রমুখ।

ঈদের ৭ম দিন সকাল ১০টা ১৫ মিনিটে রয়েছে বাংলা চলচ্চিত্র ‘শোধ’। পরিচালনায় ইয়াসির আরাফাত জুয়েল। অভিনয়ে দ্বীপা খন্দকার, রাফিয়া রশিদ মিথিলা, নাদিয়া নদী, চমক প্রমুখ।

Scroll to Top