ঈদে কাজী মারুফের ‘গ্রিন কার্ড’-এর টিভি প্রিমিয়ার | চ্যানেল আই অনলাইন

ঈদে কাজী মারুফের ‘গ্রিন কার্ড’-এর টিভি প্রিমিয়ার | চ্যানেল আই অনলাইন

গেল বছর বড়পর্দায় মুক্তি পাওয়া কাজী মারুফের ছবি ‘গ্রিন কার্ড’ প্রথমবার আসছে টেলিভিশনের পর্দায়। ‘ইতিহাস’ খ্যাত এই নায়ক প্রযোজিত ও পরিচালিত ছবিটি ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে চ্যানেল আইয়ের পর্দায়।

চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, ঈদের ফিতরের ৪র্থ দিন সকাল ১০টা ১৫ মিনিটে ‘গ্রিন কার্ড’ সিনেমাটি দেখা যাবে।

পিতা স্বনামধন্য পরিচালক কাজী হায়াতের মাধ্যমে ২০০২ সালে ‘ইতিহাস’ ছবি দিয়ে রুপালি পর্দায় অভিষিক্ত হয়েছিলেন কাজী মারুফ। প্রথম ছবিতেই তিনি বাজিমাৎ করেছিলেন। পরে তিনি একে একে অভিনয় করেন অন্ধকার, অন্য মানুষ, ক্যাপ্টেন মারুফ, ওরা আমাকে ভালো হতে দিল না, দেহরক্ষীর মতো ছবিতে।

বিগত কয়েকবছর ধরে যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ডে বসবাস করছেন মারুফ। নিজে প্রযোজক হয়ে দীর্ঘদিন পর মারুফ নির্মাণ করেন ‘গ্রিন কার্ড’। যুক্তরাষ্ট্র প্রবাসী হওয়ায় দেশটিতে বাংলাদেশিদের নানা কষ্ট নিজ চোখে দেখেছেন কাজী মারুফ। জীবন ঘনিষ্ঠ সেই গল্প তিনি তুলে ধরছেন ‘গ্রিন কার্ড’-এ।

ছবিটি নিয়ে কাজী মারুফ বলেন, আমেরিকা থেকে যেটা আমি নিজ চোখে দেখেছি সেই গল্প নিয়ে এ ছবি বানিয়েছি। যারা ওই জীবন দেখেছে তারা একবাক্যে বলবে ‘গ্রিন কার্ড’ বাস্তব ও জীবনের গল্পের ছবি। আমার ছবির জন্য এক শ্রেণির দর্শক আছে। আমার বিশ্বাস তারা এ ছবি দেখে পছন্দ করবেন।

Scroll to Top