ঈদের ৬ সিনেমার পরিচালকেরা কে কী লিখলেন

ঈদের ৬ সিনেমার পরিচালকেরা কে কী লিখলেন

চরকি প্রযোজিত ‘উৎসব’ সিনেমার পরিচালক তানিম নূর ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘জীবনের কিছু আবেগ আর্টসেলের লিরিক্সের মতো—বোঝা না গেলেও একদম বুকে এসে লাগে। তেমনই কিছু আবেগের সমাহার নিয়ে আসছে “উৎসব”, আপনার কাছের সিনেমা হলে।’ গত মাসের মাঝামাঝি থেকে আলোচনায় রয়েছে পরিবারকেন্দ্রিক গল্পের এ সিনেমা। সিনেমার ট্যাগলাইনেও ব্যবহার করা হয়েছে ‘সংবিধিবদ্ধ সতর্কীকরণ—পরিবার ছাড়া দেখা নিষেধ’। জাহিদ হাসান, অপি করিম, জয়া আহসানসহ অনেকেই এ সিনেমায় অভিনয় করেছেন।

Scroll to Top