ঈদের শুভেচ্ছা জানিয়ে হামজা বলছেন, জেতা উচিত ছিল | চ্যানেল আই অনলাইন

ঈদের শুভেচ্ছা জানিয়ে হামজা বলছেন, জেতা উচিত ছিল | চ্যানেল আই অনলাইন

শিলং থেকে: এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে আধিপত্য বিস্তার করেও শেষপর্যন্ত গোল শূন্য ড্র করেছে বাংলাদেশ। গোল পাওয়ার মতো বেশ কিছু সুযোগও মিস করেছে লাল-সবুজ দল। ম্যাচ শেষে হামজার কথায়ও ফুটে ওঠেছে সেই আক্ষেপ। বলছেন, ম্যাচটা জিততে পারতেন তারা।

শিলংয়ে জওহরলাল নেহেরু স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশ-ভারত লড়াই ড্র হয়েছে। সুযোগ হারানোর মহড়ায় ম্যাচ জিততে না পারার দুঃখ আছে। তবে, দল নিয়ে সন্তুষ্ট হামজা।

;

ম্যাচ শেষে মিক্সড জোনে সাংবাদিকেরা ঘিরে ধরেন বাংলাদেশের হয়ে অভিষিক্ত হামজাকে। সে সময় হামজা বলেছেন, ‘আমরা কিছু মিস করছি। ফুটবলে মিস হতেই পারে। ইংলিশ প্রিমিয়ার লিগেও মিস হয়। ফলে এটা আমাদের মেনে নিতে হবে। এটা আমাদের জন্য খারাপ দিন ছিল। তবে আমাদের জেতা উচিত ছিল।’

তবে লাল-সবুজের জার্সি গায়ে চাপিয়ে গর্বিত হামজা। ২৭ বছর বয়সী হামজা বলেছেন, ‘খুবই গর্ববোধ হচ্ছে। বাংলাদেশের জাতীয় সংগীত যখন বাজছিল, শরীরে গুজবাম্প দিয়েছে। আমাদের অবশ্যই জেতা উচিত ছিল। আমরা সুযোগ পেয়েছি অনেক। বিশেষ করে প্রথমার্ধে। তবে, যা হয়েছে খারাপ হয়নি। জুনে আমাদের বড় দুটি ম্যাচ আছে। আশা করি সেখানে দল ভালো করবে।’

ভারত অভিযান শেষে বুধবার দেশে ফিরবেন বাংলাদেশের ফুটবলাররা। এরপরই হামজা ফিরে যাবেন ইংল্যান্ডে। সামনে ঈদুল ফিতর। দেশ ছাড়ার আগে সবার উদ্দেশে ঈদের শুভেচ্ছা জানিয়ে হামজা বলেছেন, ‘সবাইকে ঈদ মোবারক।’

হামজার স্ত্রী অলিভিয়া চৌধুরীর অনুভূতিও একই। অলিভিয়া বলেছেন, ‘আমি ভীষণ খুশি। হামজা ভালো খেলেছে। বাংলাদেশ দলও ভালো খেলেছে। এই খেলাটাই আমরা আশা করছিলাম। আমাদের আশা পূর্ণ হয়েছে।’

Scroll to Top