ঈদের ছুটিতে ওটিটিতে দেখুন নতুন চার কন্টেন্ট | চ্যানেল আই অনলাইন

ঈদের ছুটিতে ওটিটিতে দেখুন নতুন চার কন্টেন্ট | চ্যানেল আই অনলাইন

সিনেমা কিংবা ওয়েব সিরিজ পছন্দ করেন না, এমন মানুষ খুঁজে পাওয়া দুস্কর! আর লম্বা সময় ছুটি হলেতো কোনো কথাই নেই! ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ৬টি নতুন সিনেমা। এছাড়া বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও ইউটিউবে আসছে শত শত কন্টেন্ট।

এসবের বাইরে ওটিটিতেও এসেছে নতুন নতুন কন্টেন্ট। ঈদের ছুটিতে যারা ঘরে বসেই কাটান, তারা দেখে নিতে পারেন ওটিটিতে মুক্তি পাওয়া বাংলা ভাষায় নির্মিত টাটকা কিছু সিনেমা, সিরিজ-

ছায়া, আইস্ক্রিন

অনাদর, ঘৃণা, উপহাসের স্বীকার হওয়া নিষ্পাপ দুটি জীবনের হাসি-কান্না, দুঃখ-কষ্টের আখ্যান ‘ছায়া’! এতে অভিনয় করেছেন শবনম বুবলী ও আসিফ নূর। পরিচালনায় ওয়াজেদ আলী সুমন। আইস্ক্রিনের দর্শকরা ফিল্মটি দেখতে পারছেন।

জিম্মি, হইচই

Scroll to Top