ঈদের ঠিক ১ দিন আগেই ‘সিকান্দার’ হয়ে দর্শক দরবারে হাজির হয়েছিলেন বলিউড সুপারস্টার সালমান খান। ইতিমধ্যেই বক্স অফিসে ২ দিন কাটিয়ে ফেলেছে ‘ভাইজান’ এর এই ছবি। তবে বক্স অফিসে সেভাবেও সাড়া ফেলতে পারেনি ছবিটি। ঈদের কারণে এই অ্যাকশন ছবিটির ব্যবসায় কিছুটা উন্নতি হয়েছে।
সোমবার ‘সিকান্দার’ এর আয় কিছুটা বেড়ে দাঁড়িয়েছে ২৮ কোটি টাকা। ফলে ছবিটির মোট আয় হয়েছে ৫৫ কোটি। দ্বিতীয় দিনে আয় প্রথম দিনের চেয়ে বেশি ছিল। প্রথম দিনে সিনেমাটি আয় করেছিল ২৬ কোটি টাকা।
;
সোমবার হিন্দি ভার্সনে মোট দর্শক উপস্থিতি ছিল ২১.৭৫ শতাংশ। সকালবেলার শোতে দর্শক সংখ্যা কম থাকলেও দুপুর ও সন্ধ্যার শোতে উপস্থিতি ছিল যথাক্রমে ২৬.৭০ শতাংশ ও ৩০.১৮ শতাংশ।
সালমান খানের ‘সিকান্দার’ প্রথম দিনের আয় দিয়ে ভিকি কৌশলের ‘ছাবা’-কে হারাতে পারেনি। ‘ছাবা’ প্রথম দিনে আয় করেছিল ৩১ কোটি টাকা। এছাড়া বিশ্বব্যাপী প্রথম দিনের আয়ে মাত্র ৫৪ কোটি টাকা তুলেছে ‘সিকান্দার’, যা সাম্প্রতিক বছরগুলিতে সলমনের সিনেমার তুলনায় অপেক্ষাকৃত কম।
দীর্ঘ দুই বছর পর বড় পর্দায় ফিরলেন সালমান খান। এ আর মুরুগাদোস পরিচালিত এই সিনেমায় সালমান ও রাশমিকা পাশাপাশি অভিনয় করেছেন কাজল আগরওয়াল, সাথিয়ারাজ ও শারমান যোশী।
পর্যালোচনায় দেখা গিয়েছে, ছবির চিত্রনাট্য ও পরিচালনা খুব বেশি জমেনি দর্শকদের কাছে। সিনেমার শুরুতে সরাসরি গল্পের মধ্যে ঢুকে পড়লেও, প্রথমার্ধে চিত্রনাট্যে যথেষ্ট গভীরতা নেই বলে মনে হয়েছে। সম্পাদনায় তাড়াহুড়ো স্পষ্ট।
যেখানে সিকান্দার তিনজনকে রক্ষা করতে চায়, সেখানে রহস্যের উপাদান বাড়ানো হলে হয়তো গল্প আরও আকর্ষণীয় হতে পারত। যেমনটা দেখা গিয়েছিল সালমানের ‘সুলতান’ ছবিতে। দ্বিতীয়ার্ধে সেই চমক থাকলে হয়তো দর্শকদের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলতে পারত ‘সিকান্দার’। সব মিলিয়ে ঈদের ছুটির প্রভাব থাকলেও এখন পর্যন্ত সিনেমাটি বিশাল সাফল্য অর্জন করতে পারেনি। দেখার বিষয়, সামনের দিনগুলোতে ছবির ব্যবসা কোন দিকে মোড় নেয়!